পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক
পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ আরও তিন বিষয়ের সমাধান চেয়েছে বাংলাদেশ
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ২১:৩২, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৫০, ১৭ এপ্রিল ২০২৫

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : প্রথম আলো।
একাত্তরে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার অভিযোগে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়াসহ পাকিস্তানের কাছে অমীমাংসিত আরও তিনটি বিষয়ের সমাধান চেয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে জোর দেওয়া হয়।
আজ সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বৈঠকের বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। এ সময়, অমীমাংসীত বিষয়গুলো সমাধানে পাকিস্তান আলোচনার সদিচ্ছা ব্যক্ত করেছে বলেও জানান তিনি।
সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ তাঁর দেশের প্রতিনিধিত্ব করেন।
প্রায় ১৫ বছরের বিরতিতে অনুষ্ঠিত বৈঠকে অংশ নিতে আমনা বালুচ গতকাল বুধবার দুপুরে ঢাকায় আসেন। পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের পর তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পররাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি। এ বিষয়গুলোর মধ্যে রয়েছে: ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া; আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন; অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান এবং ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর।’
ঐতিহাসিক অমীমাংসিত বিষয় সুরাহায় পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জসীম উদ্দিন বলেন, পাকিস্তান এ বিষয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। তাঁদের দিক থেকে এ বিষয়ে আলোচনার সদিচ্ছা তাঁরা ব্যক্ত করেছেন।
এদিকে, বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরসূচিও চূড়ান্ত হয়েছে বলে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন জানান । ইসহাক দার আগামী ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা সফর করবেন বলে এ সময় উল্লেখ করেন তিনি।
সূত্র : প্রথম আলো ও বিএসএস নিউজ।