রাজনীতি

শরণার্থীদের ফেরত পাঠাতে ৭টি দেশের তালিকা প্রকাশ ইইউর

৭ ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ১৬ এপ্রিল ২০২৫;  আপডেট: ২১:৪৪, ১৬ এপ্রিল ২০২৫

শরণার্থীদের ফেরত পাঠাতে ৭টি দেশের তালিকা প্রকাশ ইইউর

জার্মানির নতুন নির্বাচিত সরকার দেশটির শরণার্থাী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে ।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে অবস্থানরত শরণার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইইউভুক্ত রাষ্ট্রগুলো থেকে দ্রুত শরণার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সাতটি ‘নিরাপদ’ দেশের তালিকা প্রকাশ করে কমিশন। 

মূলত এ ৭টি দেশে শরণার্থীদের ফেরত পাঠানোর মতো পরিবেশ বিরাজ করায় দেশগুলোকে ‘নিরাপদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ দেশগুলো হচ্ছে - কসোভো, বাংলাদেশ, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো এবং তিউনিসিয়া। 

এদিকে, নিরাপদ হিসেবে তালিকায় যুক্ত করার ফলে এখন ইইউভুক্ত রাষ্ট্রগুলো এসব দেশে দ্রুততম সময়ের মধ্যে শরণার্থীদের ফেরত পাঠাতে পারবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এর ফলে তাদের কাছে জমা পড়া আবেদনপত্রের প্রক্রিয়া সম্পন্ন করতে সুবিধা হবে। 

এ বিষয়ে ইইউর শরণার্থী বিষয়ক সংস্থার কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, ‘অনেক সদস্য রাষ্ট্রই বর্তমানে আশ্রয়প্রার্থীদের জমা পড়া আবেদনপত্র নিয়ে জটিলতার মধ্যে রয়েছে। ফলে, তাদের এ সমস্যা থেকে বের করে নিয়ে আসতে আমাদের উদ্যোগী হওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে।’ 

এ ধরনের তালিকা তৈরির কারণ কী? 

বর্তমানে অবৈধ শরণার্থীদের নিয়ে অব্যাহত চাপের মধ্যে রয়েছে ব্রাসেলস। বছরজুড়েই দেশটিতে শরণার্থীদের প্রবেশ ও তাদের নিজ দেশে ফেরত না পাঠানোর কারণে ইউরোপজুড়ে শরণার্থী-বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে কট্টর ডানপন্থী দলগুলো। 

এছাড়া, গত অক্টোবরে সুইডেন, ইতালি, ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকেও শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে দ্রুততার সঙ্গে আইন প্রণয়নের দাবি জানানো হয়। এসব কার্যক্রম বাস্তবায়নে কমিশনকে উদ্যোগী হওয়ার আবেদন জানায় রাষ্ট্রগুলো। 

আর, এর পরিপ্রেক্ষিতেই বর্তমানে বেশ কয়েকটি দেশের তালিকা প্রকাশ করলো ইউরোপীয় ইউনিয়ন। 

উল্লেখ্য, ২০১৫ সালেও এ ধরনের একটি তালিকা প্রকাশ করেছিলো ইইউ। কিন্তু, সে সময় তালিকায় তুরস্ককে রাখা, না রাখা নিয়ে মতভেদ দেখা দেয়। পরবর্তীতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় উদ্যোগটি আর বাস্তবায়িত হয়নি। 

সূত্র : ডয়চে ভেলে।