নাইজেরিয়ায় গির্জার পাদ্রি ও বিয়ের কনেকে অপহরণ
আফ্রিকার সবচেয়ে জনবহুল এ দেশটিতে ক্রমাগত এ ধরনের অপহরণের ঘটনা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন পর্যবেক্ষকরা। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত মূলত বোকো হারাম নামের একটি ইসলামপন্থী দল অপহরণের ঘটনার সঙ্গে জড়িত ছিলো এবং সে সময় তারা কয়েক হাজারের মতো মানুষকে অপহরণ করে। তবে, বর্তমানের অপহরণের ঘটনার অধিকাংশই অর্থের সঙ্গে সম্পর্কিত বলে বিশেষজ্ঞরা মনে করেন। অর্থাৎ, মূলত মুক্তিপণ আদায়ই তাদের মূল উদ্দেশ্য বলে মতামত বিশেষজ্ঞদের।
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ০০:৫৬