তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত
গতকাল আঙ্কারা থেকে ফ্যালকন ৫০ নামের বিমানটি যাত্রা করে। কিন্তু, যাত্রার ৪২ মিনিট পর স্থানীয় সময় ৮টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ার্লিকায়া জানান। তবে, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে ত্রিপলিভিত্তিক এ ব্যক্তিগত বিমানটি থেকে জরুরি অবতরণের অনুরোধ জানানো হয়। পরবর্তীতে, আঙ্কারার দক্ষিণ-পশ্চিমের হাইমানা জেলায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৮