সিরিয়ায় সংখ্যালঘূ সম্প্রদায়ের বিক্ষোভ
পুলিশের গুলিতে নিহত ৩
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ২৩:৪৬, ২৮ ডিসেম্বর ২০২৫; আপডেট: ০১:৫৭, ২৯ ডিসেম্বর ২০২৫
আলাওয়াত সম্প্রদায়ভুক্ত সাবেক সিরীয় নেতা বাশার আল-আসাদের পতনের পর থেকেই এ সম্প্রদায়ের উপর একের পর এক হামলার ঘটনা ঘটে যাচ্ছে।
সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছে। দেশটির আলাওয়াত নামের সংখ্যালঘু সম্প্রদায়ের বিক্ষোভ চলাকালে পুলিশ গুলি চালায়। দেশটির উপকূলীয় লাতাকিয়ায় অঞ্চলে আজ রবিবার এ ঘটনা ঘটে।
আন্দোলনরত বিদ্রোহীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে ওই তিন ব্যক্তি নিহত হয়। সিরিয়াভিত্তিক পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য জানায়।
তবে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলে নিশ্চিত করলেও পুলিশের গুলি চালানোর বিষয়ে কোনো তথ্য দেয়নি সিরীয় কর্তৃপক্ষ।
বিক্ষোভ চলাকালে সংখ্যালঘু আলাওয়াত সম্প্রদায়ের আন্দোলনকারীদের সঙ্গে দেশটির সুন্নি সম্প্রদায়ের একটি দলের সংঘর্ষ বাধে। এ অবস্থায় ক্রমাগতভাবে দুই দলকে আলাদা করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলি ছোঁড়ে বলে জানানো হয়।
সুন্নি মুসলিমরা সিরিয়ার বর্তমান নতুন ইসলামী দলের এবং আলাওয়াত সম্প্রদায় মূলত দেশটির ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদের সমর্থক।
সংঘর্ষ চলাকালে সরকারপন্থীরা আলাওয়াতিদের উপর পাথর নিক্ষেপ করে বলে সংবাদসংস্থা এপি জানায়। এ সময় তারাও পাল্টা হামলা চালায়। তবে, এ সংঘর্ষে আহতদের প্রকৃত সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, দেশটির পশ্চিমের হোমস শহরেও সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায়ও বেশ অনেকে আহত হয়েছে বলে এসওএইচআর সূত্রে জানা গেছে।

সম্প্রতি হোমসের আলাওয়াত সম্প্রদায়ের একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। এতে আটজন নিহত হয়। সুন্নি ভাবধারার চরপন্থী ও জিহাদি দল সারায়া আনসার আল-সুন্নি এ হামলার দায় স্বীকার করে। মূলত, এ ঘটনার জের ধরেই দুই দলের মধ্যে বিক্ষোভের সূত্রপাত হয়।
এদিকে, আলাওয়াত সম্প্রদায়ভুক্ত সাবেক সিরীয় নেতা বাশার আল-আসাদের পতনের পর থেকেই এ সম্প্রদায়ের উপর একের পর এক হামলার ঘটনা ঘটে যাচ্ছে।
এ অবস্থায় মসজিদে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে সিরীয় কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হলেও এখনও এক্ষেত্রে কোনো সফলতা দেখাতে পারেনি সরকার।
এদিকে, ঘাজাল ঘাজাল নামের আলাওয়াত সম্প্রদায়ের এক প্রবাসী শেখের আহ্বানে সাড়া দিয়ে সিরিয়ার আলাওয়াতিরা আজকের এ বিক্ষোভ শুরু করে। প্রবাসী এ শেখ মূলত এ সম্প্রদায়ের সংগঠন আলাওয়াত ইসলামিক কাউন্সিলের প্রধান নেতা।
উল্লেখ্য, আলাওয়াত সম্প্রদায় মূলত শিয়া মুসলিম। তবে, তারা প্রকৃত মুসলিম নয় বলে দাবি করে সুন্নিরা।
সূত্র : ডয়চে ভেলে।



