রাজনীতি

যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট মাদুরো আটক

ভেনেজুয়েলায় সরকার পরিচালনার ঘোষণা ট্রাম্পের

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ০১:০৯, ৪ জানুয়ারি ২০২৬;  আপডেট: ০১:২৩, ৪ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় সরকার পরিচালনার ঘোষণা ট্রাম্পের

আটক হওয়ার পর প্রেসিডেন্ট মাদুরোর প্রথম ছবি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। ছবি : ডয়চে ভেলে।

ভেনেজুয়েলায় সরকার পরিচালনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রটি পরিচালনা করবে বলে গতকাল শনিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানান তিনি।

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এ ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। 

এ বিষয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ‌‌‌'শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলায় রাষ্ট্র পরিচালনা করবো। আমরা চাই না অন্য কেউ এসে ক্ষমতা দখল করুক। কারণ, দীর্ঘ সময় ধরে এমনটিই ঘটে চলেছে।'

তিনি বলেন, ‌'খুব শিগগিরই বৃহৎ মার্কিন তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান ভেনেজুয়েলায় যাবে এবং সেখানকার অকার্যকর জ্বালানি অবকাঠামো মেরামতের পর উত্তোলন কাজ শুরু করবে। এর মধ্য দিয়ে আমরা ভেনেজুয়েলায় অর্থনৈতিক উন্নয়নের কাজ শুরু করবো।'

এর মধ্য দিয়ে দেশটির জনগণ ধনী, স্বাধীন ও নিরাপদ হবে বলেও ট্রাম্প উল্লেখ করেন।

তবে, এভাবে হামলা চালিয়ে একটি স্বাধীন দেশের নেতাকে আটক করে নিয়ে আসার বিষয়টি পুরোপুরি আইন বহির্ভূত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে এর কঠোর সমালোচনা করা হচ্ছে। আইন বিশেষজ্ঞ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নেতা এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দল ট্রাম্পের এ পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। 

সামাজিক মাধ্যম এক্সে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, ‌'কোনো দেশে আক্রমণ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি সহিংসতা, বৈশ্বিক বিশৃঙ্খলা এবং অস্থিরতা সৃষ্টির প্রথম পদক্ষেপ।'

এদিকে, নিউ ইয়র্কের সদ্য বিজয়ী মেয়র ও ডেমোক্রেটিক নেতা জোহরান মামদানিও ট্রাম্পের এ পদক্ষেপের সমালোচনা করেছেন। ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে আটকের ঘটনাকে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সমান এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তিনি।

বর্তমানে আটক মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় করে নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।

মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালানের অভিযোগে মাদুরোর বিরুদ্ধে ম্যানহাটানের কেন্দ্রীয় আদালতে মামলা দায়ের এবং বিচার করা হবে বলে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বোন্ডি জানিয়েছেন। 

উল্লেখ্য, শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাকারবারের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র।

এ অভিযোগে গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলা উপকূলে ২০টিরও বেশি বিমান হামলা চালানো হয়। তবে, এসব অভিযোগ অস্বীকার করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

একইসঙ্গে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে উৎখাত করে ভেনেজুয়েলার বিস্তৃত তেলের খনি নিজেদের দখলে নিতে চায় বলে পাল্টা অভিযোগ করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

সূত্র : আল-জাজিরা।