অন্যান্য

বিদ্যুৎ বিপর্যয়ে সান ফ্রান্সিসকোর প্রায় দেড় লাখ বাসিন্দা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৬, ২১ ডিসেম্বর ২০২৫

বিদ্যুৎ বিপর্যয়ে সান ফ্রান্সিসকোর প্রায় দেড় লাখ বাসিন্দা

বড়দিনের প্রাক্কালে দেখা দেওয়া এ বিদ্যুৎ বিপর্যয় ভোগান্তিতে ফেলেছে রাজ্যের বাসিন্দাদের।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো হঠাৎ বড় আকারের বিদ্যুৎ ঘাটতির কারণে বিপর্যয়ের মুখে পড়েছে। শহরটির উত্তরাংশে বিদ্যুতের অভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে ওই অঙ্গরাজ্যের প্রায় ১ লাখ ৩০ হাজার বাসিন্দা। ভোগান্তি দেখা দিয়েছে গণপরিবহন চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায়ও। এ অবস্থায় বাসিন্দাদের ঘরেই থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময় আজ রবিবার দুপুরে বার্তা সংস্থা ডয়চে ভেলে এ খবর জানায়।

শহরটির প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজিঅ্যান্ডই কোং) - এর গ্রিডে ত্রুটি দেখা দেওয়াও এ সমস্যা হয়েছে বলে জানা গেছে। তবে, তারা গ্রিড মেরামত করেছে এবং বিদ্যুৎ সরবরাহে নতুন করে সমস্যা হওয়ার আশঙ্কা নেই বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

শহরটির ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটির (পিজিঅ্যান্ডই কোং) সাব-স্টেশনে আগুন লেগে এ বিপত্তি দেখা দিয়েছে।

এদিকে, বড়দিনের প্রাক্কালে শপিং মল ও রেস্তোরাঁগুলো বিদ্যুতের অভাবে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় নিজেদের ভোগান্তির অভিজ্ঞতা সামাজিক মাধ্যমগুলোতে লিখছেন ভুক্তভোগীরা।

বিদ্যমান পরিস্থিতিতে সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি এক এক্স বার্তায় বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করেছেন।

শহরটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ সূত্র জানায়, বিদ্যুৎ সেবা আংশিকভাবে আবারো সচল করা গেছে। ফলে, অন্তত ৪০ হাজার বাসিন্দাকে সম্পূর্ণ রাত বিদ্যুৎ ছাড়াই কাটাতে হতে পারে।

তবে, বিদ্যুৎ সরবরাহ শতভাগ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কতো সময় লাগবে - তা এখনো নিশ্চিত করা বলা হয়নি।

সূত্র : ডয়চে ভেলে।