গণতন্ত্রপন্থী ৪ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী
জাতিসংঘের তথ্য অনুযায়ী ১৯৮৮ সালের পর মিয়ানমারে এটিই মৃত্যুদণ্ডের প্রথম ঘটনা। এর আগে দেশটিতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। ২০২১ সালে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তখন থেকেই এর বিরুদ্ধে দেশটিতে শুরু হয় বিদ্রোহী, মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের আন্দোলন। দফায় দফায় চলতে থাকে সেনাবাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও গ্রেপ্তারের ঘটনা। সেনাবাহিনী ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ১৪ হাজার ৮৪৭ জনকে গ্রেপ্তার এবং প্রায় ২,১১৪ জনকে হত্যা করা হয়েছে বলে দ্য অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) সূত্রে জানা যায়।
সোমবার, ২৫ জুলাই ২০২২, ২৩:৫৭