২১ মিলিয়ন ডলারে বিকোতে পারে `উইলিয়ামসন পিংক স্টার`
২১ মিলিয়ন ডলারে বিকোতে পারে `উইলিয়ামসন পিংক স্টার`

গোলাপি রঙ্গের হীরা খুবই দুর্লভ। এমন আরো দুটি হীরা এর আগে নিলামে বেশ চড়া দামে বিক্রি হয়েছে। ওই দুটি হীরার নামের সঙ্গে সঙ্গতি রেখে ১১ দশমিক ১৫ ক্যারেটের কুশন আকারের এ রত্নখণ্ডের নাম রাখা হয়েছে `উইলিয়ামসন পিংক স্টার`। অন্য দুটির মধ্যে একটি `উইলিয়ামসন` এবং অন্যটি `সিটিএফ পিংক স্টার`। ২৩ দশমিক ৬০ ক্যারেটের `উইলিয়ামসন` হীরাটি ব্রিটেনের রানি এলিজাবেথকে তার বিয়ের সময় উপহার হিসেবে দিয়েছিলেন কানাডার ভূতত্ত্ববিদ থরবার্ন উইলিয়ামসন। তানজানিয়ায় উইলিয়ামসনের একটি খনিতে ওই হীরাটি পাওয়া গিয়েছিলো। ৫৯ দশমিক ৬০ ক্যারেটের `সিটিএফ পিংক স্টার` ২০১৭ সালে এক নিলামে রেকর্ড ৭১ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিলো।

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২, ২৩:২১