রাজনীতি

ইরান-ইসরায়েল যুদ্ধ

সংঘাতে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ০২:৪০, ২০ জুন ২০২৫;  আপডেট: ০২:৪৭, ২০ জুন ২০২৫

সংঘাতে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ইসরায়েলের সোরোকা হাসপাতাল।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে গতকাল বৃহস্পতিবার আবার নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির দক্ষিণে অবস্থিত একটি হাসপাতালে চালানো এ হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

তবে, ইরান মূলত প্বার্শবর্তী প্রযুক্তি পার্কে হামলা চালিয়েছে বলে দাবি করে। এটি ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে বলে অভিযোগ দেশটির। 

অন্যদিকে, ইরানের একটি নিষ্ক্রিয় পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালালেও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। 

এ অবস্থায়, ইরান-ইসরায়েল যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি এখনও বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়। 

এছাড়া, ইরানের সঙ্গে যুদ্ধ বিষয়ে সমঝোতায় আসার জন্য এ সময় যথেষ্ট বলেও মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান।  এ ক্ষেত্রে ইরান পরমাণু কর্মসূচী থেকে সরে আসার উপর যুক্তরাষ্ট্রের যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি নির্ভর করছে বলে জানা যায়। 

এদিকে, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক সহযোগিতার প্রশংসা করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

তবে, যুক্তরাষ্ট্র এ যুদ্ধে জড়িয়ে পড়লে তা এ অঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন ইরানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সায়েদ খাতেবজাদেহ। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা আমেরিকার যুদ্ধ নয়।’ 

এদিকে, গতকাল বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ২৭০ জনেরও বেশি ইসরায়েলি আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি করা হয়। তবে, ইরানের তরফ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি। 

এর আগে, এ যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দিলে এ অঞ্চলের জন্য তা ‘অপূরণীয় ক্ষতি বয়ে আনবে’ বলে সতর্ক করেন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলি খামেনি। 

কিন্তু, খামেনিকে ‘শেষ করে দেওয়াই’ এ যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ। 

উল্লেখ্য, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৪০ জনেরও বেশি ইরানি নিহত হয়েছে। অন্যদিকে, ইরানের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ২৪ ইসরায়েলি। 

সূত্র : সিএনএন, বিবিসি, আল-জাজিরা।