কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা
ভারতীয়দের ভিসা বাতিল করলো পাকিস্তান
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ২৩:৫৮, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৪১, ২৫ এপ্রিল ২০২৫

হামলার ঘটনার পর শ্রীনগরে সতর্ক অবস্থায় ভারতীয় সেনারা।
ভারতীয় নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করলো পাকিস্তান। একইসঙ্গে, ভারতের কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করাসহ ভারতীয় বিমানের ফ্লাইটও বাতিল করেছে দেশটি।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত মঙ্গলবার পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এর পর পরই গতকাল বুধবার পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত।
এর মধ্যে পাকিস্তানিদের জন্য ভারতীয় ভিসা বাতিলের বিষয়টি উল্লেখযোগ্য। একইসঙ্গে, তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে দুই দেশের মধ্যে অবস্থিত আত্তারি-ওয়াগাহ সীমান্তও বন্ধ করে দেয় দেশটি।
এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই আজ এ সিদ্ধান্ত নিলো পাকিস্তান। একইসঙ্গে, ভারতের সঙ্গে সম্পাদিত ছয় দশকের পুরাতন ইন্দুস নদী চুক্তি বাতিল করেছে পাকিস্তান। এক্ষেত্রে, নদীর পানি প্রবাহ বা গতিপথ বাধাগ্রস্ত করা হলে এটি ‘যুদ্ধের শামিল’ বলে বিবেচনা করা হবে বলে সতর্ক করে দেশটি।
এছাড়া, সব ধরনের ভারতীয় বিমান চলাচল এবং দেশটির সঙ্গে বাণিজ্যও বাতিল করেছে পাকিস্তান। একইসঙ্গে, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে কূটনীতিক বহিষ্কার করে এ সংখ্যা ৩০ জনে নামিয়ে এনেছে দেশটি।
এছাড়া, আগামী ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তানে অবস্থিত সব ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর পরামর্শককে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবারের হামলায় সন্দেহভাজন চার হামলাকারীর মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে ভারত। এর মধ্যে দু’জন পাকিস্তানি ও একজন কাশ্মীরের স্থানীয় নাগরিক বলে জানানো হয়।
তবে, এ হামলার পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে, ভারতের এ ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। এক্ষেত্রে, পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়াই ভারত এ অভিযোগ করছে বলে এক বিবৃতিতে দাবি করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি।
এদিকে, নাম প্রকাশ করা তিন হামলাকারীর সবাই পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ জানায়। তবে, এ অভিযোগ সম্পর্কে হামলাকারীদের কেউ কোনো মন্তব্য করেনি।
এর আগে প্রয়োজন হলে হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত থেকে ধরে আনা হবে এবং তাদের ও তাদের মদদদাতাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে অঙ্গীকার জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্ষেত্রে, তাদের শাস্তির পরিমান হবে কল্পনাতীত উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের শত্রুরা আমাদের দেশের অস্তিত্বে আঘাত করেছে...ভারতের অস্তিত্বকে কখনো সন্ত্রাসবাদের মাধ্যমে ধ্বংস করা যাবে না।’
উল্লেখ্য, মঙ্গলবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন এলাকা পেহলগামের কাছাকাছি পর্যকদের উপর হামলা চালায় বেশ কিছু বন্দুকধারী।
হিমালয়ের বিরোধীপূর্ণ এ এলাকায় অবস্থিত এক রিসোর্টে সংঘটিত এ হামলায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা ২৬ পর্যটক নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে রয়েছে মধু-চন্দ্রিমায় কাশ্মীরে যাওয়া এক নৌ কর্মকর্তা, এক পর্যটক গাইড এবং স্ত্রী ও সন্তান নিয়ে বেড়াতে যাওয়া এক ব্যবসায়ী।
এরইমধ্যে হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ১ হাজার ৫০০ জনকে আটক করে জেরা করা হয়েছে বলে পুলিশ জানায়। একইসঙ্গে, হামলাকারীদের ব্যাপারে যেকোনো তথ্যের বিনিময়ে ২৩ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এদিকে, আজ আবারও খুলতে শুরু করেছে ঘটনার পর পর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্ধ ঘোষণা করা বিদ্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাঠগুলো।
সূত্র : বিবিসি।