আকস্মিক সিদ্ধান্তে শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা বন্ধ হোক
আকস্মিক সিদ্ধান্তে শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা বন্ধ হোক

এ ছাড়া, এমন পরিস্থিতিতে খোলা রাখতে হলে খোলা রাখার মতো যথাযথ ব্যবস্থা নিতেও প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া দরকার। যেমন : ভবন ও শ্রেণিকক্ষে বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা, ক্ষেত্রভেদে বৈদ্যুতিক পাখা বা এসিগুলো সচল, কার্যকর ও পর্যাপ্ত সংখ্যায় থাকার বিষয়টি নিশ্চিত করা, শিক্ষার্থী-শিক্ষকসহ সবার জন্য বিশুদ্ধ পানির পর্যাপ্ত যোগান রাখা ইত্যাদি ব্যবস্থা নিতে বলা যেতো। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতেও বলা দরকার। আরেকটি বিকল্প হতে পারে প্রতিদিনের পরিবর্তে দু-একদিন অন্তর শ্রেণি কার্যক্রম চালু রাখা।

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৯:৪১

ইহাদের লইয়া আমরা কী করিব!
ইহাদের লইয়া আমরা কী করিব!

যারা ঠিক এই মানসিকতার মানুষ, তারা নিজেদের বিশ্বাস থেকে সরতে চান না। তারা মনে-প্রাণে বিশ্বাস করতে ভালোবাসেন, পুরুষরা `ধোয়া তুলসিপাতা` আর নারীরাই যতো অনিষ্টের মূল। কতো সহজ-স্বাভাবিকভাবে এরা সব নারীকে নির্বিচারে `নষ্টা` বলে দিতে পারে! অথচ নারীদের ছাড়া এদের জীবন চলে না! নারী না হলে এদের খাওয়া-ধোয়ার ব্যবস্থা হয় না। নারী ছাড়া এদের সেবা-শুশ্রুষা হয় না। নারী না থাকলে ঘরে ফিরে এদের চা খাওয়া হয় না। নারী ছাড়া এদের সংসার হয় না। নারী না থাকলে এদের সন্তান হয় না এবং সন্তানদের লালন-পালনের ব্যবস্থা হয় না। নারী না থাকলে এদের বৃদ্ধ বাপ-মায়ের সেবা-যত্ন হয় না। নারী না হলে এদের আত্মীয়-পরিজনদের দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা হয় না। নারী না হলে এদের জন্মই তো হয় না! এরপরও, এদের বিবেচনায় নারীই সব অনিষ্টের গোড়া; নারীরা সাক্ষাৎ শয়তানের ধারক-বাহক।

বুধবার, ১২ এপ্রিল ২০২৩, ১৩:৫৩