হংকংয়ের বহুতল আবাসিক ভবনে আগুন
নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮৩
ফটো গ্যালারি
প্রকাশিত: ২২:৪৬, ২৭ নভেম্বর ২০২৫; আপডেট: ২৩:৫২, ২৭ নভেম্বর ২০২৫
৮০০ অগ্নিনির্বাপক কর্মীর টানা প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি : ডয়চে ভেলে।
হংকংয়ের বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮৩ জনে পৌঁছেছে। এ দুর্ঘটনায় এখনও নিখাঁজ রয়েছে আরও প্রায় ৩০০ জন।
গতকাল বুধবার তাই-পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের হাউজিং কমপ্লেক্সে অবস্থিত আটটি ব্লকের মধ্যে সাতটিতেই ভয়াবহ আগুন লাগে। টানা দুই দিনের চেষ্টার পর বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে শহরের মেয়র জন লি জানিয়েছেন।
এদিকে, প্রায় ৪ হাজার ৬০০ বাসিন্দার এ কমপ্লেক্সের ভেতরে এখনও অনেকেই আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, আগুনের সূত্রপাত নিয়ে নানা প্রশ্ন দেখা দিলেও এখনও এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে বলে জানা গেছে।
এদিকে, ভবনগুলোর সংস্কার কাজের জন্য ব্যবহৃত বিভিন্ন দ্রব্যসামগ্রী আগুন প্রতিরোধী ছিলো না বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এ অবস্থায়, মানুষের মৃত্যুর জন্য দায়ী করে নির্মাণাধীন তিনটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকদের গ্রেফতার করা হয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনার আরও কিছু ছবি :




সূত্র : বিবিসি, ডয়চে ভেলে।



