ফটো গ্যালারি

হলুদ মাছের রাজ্যে

ফটো গ্যালারি

প্রকাশিত: ২১:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫

হলুদ মাছের রাজ্যে

রং বদল করতে পারে ইয়েলো গোটফিশ।

সমুদ্রের নীল পানির নিচে রয়েছে বিচিত্র আরেক জগৎ। সে জগতে বসবাস কতো রকম মাছ ও জলজ প্রাণির। সমুদ্রের পানিতে রঙ-বেরঙের মাছের সমারোহ সবাইকে মুগ্ধ করে। তবে, হলুদ রঙের মাছ যেন বিশেষভাবে নজর কাড়ে। উজ্জ্বল এ বর্ণের মাছের কয়েকটি প্রজাতির তথ্যই এখানে তুলে ধরা হলো :

১. ইয়েলো টাং

উজ্জ্বল হলুদ বর্ণের এ মাছ বেশ জনপ্রিয়। শৈবালে পূর্ণ জায়গায় এদের বিচরণ বেশি। মূলত হাওয়াই এবং প্রশান্ত মহাসাগরের নানা অংশে প্রবাল-অধ্যুষিত এলাকায় এদের দেখা মেলে।

২. ইয়েলো বক্সফিশ

বাক্সের মতোই চারকোণা এ মাছের গায়ে রয়েছে ছোট ছোট কালো দাগ। বিপদ দেখলেই নিজের দেহ থেকে বিষাক্ত তরল বের করে ছড়িয়ে দেয়। এ বিষ দিয়েই শিকারির আক্রমণ থেকে নিজেকে বাঁচায় ছোট্ট এ মাছ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রবাল এলাকায় দেখা মেলে এ মাছের।

৩. গোল্ডেন ট্রেভালি

এরা সচরাচর ঝাঁক বেধে বিচরণ করে। হাঙ্গরের মতো দৈত্যাকার মাছের চোখ ফাঁকি দিতে বিশেষ পারদর্শী। শুরুতে এদের গায়ে স্পষ্ট ডোরাকাটা দাগ থাকে যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হালকা হয়ে আসে। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে এদের মূল আবাস।

৪. ইয়েলোটেইল স্ন্যাপার 

এরা বেশ কৌতূহলী স্বভাবের হয়। রূপালি ও হলুদের মিশেলে চমৎকার এ মাছ ডুবুরিদের মধ্যে বিশেষ জনপ্রিয়। ক্যারিবীয় সাগর এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কাছের দ্বীপগুলোর আশেপাশে এদের বিচরণ।

৫. ইয়েলো গোটফিশ 

এ মাছ রঙ বদল করতে পারে। তবে, সক্রিয় অবস্থায় এরা মূলত উজ্জ্বল হলুদ বর্ণ ধারণ করে। মুখের নিচের দিকে এদের দুটি দাঁড়ি থাকে যা দিয়ে এরা বালি সরিয়ে খাবার খোঁজে। লোহিত সাগর ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এদের বিচরণ বেশি।

৬. ইয়েলো পিগমি অ্যাঞ্জেলফিশ 

লাজুক স্বভাবের এ মাছ প্রায়ই প্রবাল প্রাচীরের গর্তে লুকিয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় এলাকার পানিতেই এদের দেখা মেলে বেশি।

৭. ইয়েলোটেইল ক্লাউনফিশ 

এদের লেজ ও পাখা হালকা হলুদ হলেও গায়ের মূল অংশের রঙ গাঢ়। গায়ে সাদা ডোরাকাটা দাগও রয়েছে। ইয়েলোটেইল ক্লাউনফিশ ও সাগর কুসুম (সি অ্যানেমোনি) পরস্পর মিথোজীবী; অর্থাৎ, জীবনধারণের জন্য এরা একে অপরের ওপর নির্ভরশীল। ভারত মহাসাগর ও আন্দামান সাগরে এদের সবচেয়ে বেশি দেখা যায়।

৮. ইয়েলো ট্রাম্পেটফিশ 

এদের দেহের গড়ন পাইপ বা নলের মতো। অনেক সময় ৩ ফুটের বেশি দীর্ঘ হতে পারে। গায়ের রঙ উজ্জ্বল হলুদ। ছোট মাছ শিকার করার সময় এরা প্রবালের দেয়াল বা স্পঞ্জের কাছাকাছি লম্বালম্বি ভেসে থাকে। ক্যারিবীয় ও ইন্দো-প্যাসিফিক মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় এলাকাগুলোতে এদের বেশি দেখতে পাওয়া যায়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।