নানা দেশের জনপ্রিয় পাসওয়ার্ড
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২:১১, ১১ ডিসেম্বর ২০২৫; আপডেট: ২২:৪৮, ১১ ডিসেম্বর ২০২৫
এমন অনেকে রয়েছেন যারা এখনো `1234` বা `abcd`-এর মতো একেবারে সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করে যাচ্ছেন। ছবি : ইন্টারনেট।
নিরাপত্তা ইস্যুতে গোটা বিশ্ব যেখানে বায়োমেট্রিক পাসওয়ার্ডের দিকে ঝুঁকছে, সেখানে টাইপ-নির্ভর পাসওয়ার্ড ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। এর মধ্যে আবার এমন অনেকে রয়েছেন যারা এখনো '1234' বা 'abcd'-এর মতো একেবারে সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করে যাচ্ছেন। তবে, প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বরাবরই বলে আসছেন, এ ধরনের একেবারেই 'বেসিক' পাসওয়ার্ড হ্যাকিং বা তথ্য চুরির ঝুঁকি বাড়ায়।
সাইবার নিরাপত্তা ও পাসওয়ার্ড ম্যানেজার প্রতিষ্ঠান নর্ডপাস ও নর্ডস্টেলার ২০২৪ সালে বিশ্বজুড়ে পাসওয়ার্ড নির্বাচনের প্রবণতা বিশ্লেষণ করে। বিভিন্ন উৎস থেকে তারা মোট ২.৫ টেরাবাইটের ডেটাবেস পর্যবেক্ষণ করে। এরপর তারা এ ব্যাপারে ৩০টি দেশের তথ্য উপস্থাপন করে।
এতে দেখা গেছে, সবগুলো দেশেই তালিকার একেবারে শীর্ষ স্থানে রয়েছে একেবারেই বেসিক বা সাধারণ কিছু পাসওয়ার্ড। এগুলোর পাশাপাশি খানিকটা ব্যতিক্রম হিসেবে দেশগুলোর মানুষদের সাধারণ কিছু নাম বা শহরের নামের পাশাপাশি অন্যান্য শব্দ বা ধারণাও পাসওয়ার্ডের তালিকায় শুরুর দিকেই রয়েছে।
চলুন তাহলে, দেখে নেওয়া যাক কোন দেশে কোন পাসওয়ার্ড সবচেয়ে বেশি জনপ্রিয়!
১. অস্ট্রেলিয়া : এ দেশের মানুষ পাসওয়ার্ড হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করে 'querty123', and '123456'। ব্যতিক্রম হিসেবে 'pokemon' রয়েছে পছন্দের তালিকায় ১৬ নম্বরে।
২. অস্ট্রিয়া : পাসওয়ার্ড হিসেবে অনেক অস্ট্রিয়ানেরই পছন্দ '123456'। পছন্দের তালিকায় এর পরই রয়েছে '123456789' এবং 'Abcd1234'. ব্যতিক্রম হলো তালিকায় ১৪ নম্বরে থাকা 'michael'।
৩. বেলজিয়াম : '123456', 'querty123', 'qwerty1' এ দেশের মানুষেরা সবচেয়ে বেশি ব্যবহার করে। এরপর রয়েছে 'azerty' - যা বেলজিয়ান কিবোর্ডের কমন লেআউট (ইংরেজি qwerty-এর মতোই)।
৪. ব্রাজিল : দক্ষিণ আমেরিকার এ দেশের মানুষের সবচেয়ে পছন্দের পাসওয়ার্ড হলো '123456', 'querty123' এবং 'querty1'। তালিকার নবম স্থানে রয়েছে 'brasil'।
৫. কানাডা : তারাও সবচেয়ে বেশি ব্যবহার করে 'querty123', '123456' এবং 'qwerty1'। ভিন্নতা বলতে রয়েছে বহুল ব্যবহারের তালিকায় ১৮ নম্বরে থাকা পাসওয়ার্ড 'hockey'।
৬. চিলি : এ দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হলো '123456', '12345678' এবং 'Chile'. তালিকায় অষ্টম স্থানে রয়েছে ফুটবল দল 'colocolo'।
৭. কলম্বিয়া : দেশটিতে সবচেয়ে বেশি ব্যবহার করা পাসওয়ার্ড হলো 'querty123', 'qwerty1', and '1245678'. পাসওয়ার্ড হিসেবে 'Colombia' রয়েছে সপ্তম স্থানে।
৮. চেক রিপাবলিক : তাদের সবচেয়ে পছন্দ '123456', '12345678' এবং '12345'। শীর্ষ ২০-এর মধ্যে 'martin', 'michal' ও 'veronika' নামগুলো রয়েছে।
৯. ডেনমার্ক : তালিকার শীর্ষে রয়েছে '123456', 'querty123' 'querty1'. ব্যতিক্রম হিসেবে তালিকায় ১২ ও ১৩ নম্বরে রয়েছে 'mikkel' ও 'hejmeddig'।
১০. ফিনল্যান্ড : এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি পাসওয়ার্ড হলো 'querty123' ও 'querty1'। পছন্দের তালিকায় তিন নম্বরে রয়েছে 'salasana' - ফিনিশ ভাষায় যার অর্থ 'পাসওয়ার্ড'।
১১. ফ্রান্স : সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হলো '123456', '123456789' এবং 'azerty'. সপ্তম স্থানে রয়েছে 'marseille'।
১২. জার্মানি : পাসওয়ার্ড হিসেবে দেশটির মানুষ সংখ্যাকেই বেশি পছন্দ করে বলে দেখা যায়। তাদের পছন্দের শীর্ষে রয়েছে '123456'। এরপর রয়েছে '123456789' ও '12345678'. ব্যতিক্রম হিসেবে 'dragon' রয়েছে ১১ নম্বরে।
১৩. ভারত : দেশটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হলো '123456'। এরপর ক্রমান্বয়ে রয়েছে 'password' ও '12345678'। তালিকায় নবম স্থানে রয়েছে 'india123'।
১৪: আয়ারল্যান্ড : পাসওয়ার্ড হিসেবে আইরিশদের পছন্দ '123456', 'password' ও 'qwerty123'। এরপরই অর্থাৎ চার নম্বরে রয়েছে 'liverpool'।
১৫. ইতালি : দেশটিতে সবচেয়ে পছন্দের পাসওয়ার্ড হলো '123456'। অন্যান্য দেশের চেয়ে ব্যতিক্রম হিসেবে দ্বিতীয় নম্বরে একই ধারার পাসওয়ার্ডের বদলে তারা ব্যবহার করে 'cambiami'। তালিকায় তিন নম্বরে অবশ্য আবার একই ধারার পাসওয়ার্ড: '123456789'।
১৬. জাপান : জাপানিদের সবচেয়ে পছন্দের পাসওয়ার্ড হলো '123456789'। এর পরপরই রয়েছে 'password' ও '12345678'। ব্যতিক্রম হিসেবে রয়েছে '1qaz2wsx'।
১৭. মালয়েশিয়া : দেশটিতে সবচেয়ে পছন্দের পাসওয়ার্ড হলো '123456', 'qwerty123' ও '123456789'। ১৩ নম্বরে রয়েছে 'sayang'।
১৮. মেক্সিকো : তাদের পছন্দের শীর্ষে রয়েছে '123456', '123456789' ও 'qwerty123'. ব্যতিক্রম হিসেবে রয়েছে ১৩ নম্বরে 'alejandro' ও ১৬ নম্বরে 'carlos'।
১৯. নেদারল্যান্ডস : পাসওয়ার্ড হিসেবে ডাচদের পছন্দ 'querty123', 'querty1' ও '123456'। চতুর্থ স্থানে রয়েছে 'welkom01'।
২০. নরওয়ে : ইউরোপের উত্তর দিকের এ দেশটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হলো 'querty123', 'querty1' ও '123456'। তালিকার ওপরের দিকে অন্যান্য পাসওয়ার্ডের মধ্যে রয়েছে 'passord' ও 'hemmelig'।
২১. ফিলিপিন্স : এ দেশে সবচেয়ে পছন্দের পাসওয়ার্ড হলো '123456', 'qwerty123' ও 'qwerty1'। তালিকায় আট নম্বরে রয়েছে 'iloveyou'।
২২. পোল্যান্ড : তাদের সবচেয়ে বেশি পছন্দ '123456', 'qwerty123' 'querty1'। নবম স্থানে রয়েছে 'polska'।
২৩. পর্তুগাল : এ দেশের মানুষও পাসওয়ার্ড হিসেবে সংখ্যাকে বেশি পছন্দ করে। পছন্দের শীর্ষে থাকা পাসওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে '123456', '123456789' ও '12345'। পাসওয়ার্ড হিসেবে দেশটিতে ফুটবল ক্লাবগুলোর নামও বেশ জনপ্রিয়। এ বিবেচনায় 'benfica' রয়েছে নবম স্থানে। একাদশ স্থানে রয়েছে 'sporting'।
২৪. দক্ষিণ আফ্রিকা : দেশটিতে সবচেয়ে বেশি ব্যবহার করা পাসওয়ার্ড হলো '123456', 'password' ও 'qwerty123'। তালিকায় ১৯ নম্বরে রয়েছে '123love'।
২৫. স্পেন : দেশটিতে সবচেয়ে বেশি পছন্দের প্রথম তিনটি পাসওয়ার্ড হলো '123456', '123456789' ও '12345678'। চতুর্থ স্থানে রয়েছে 'España'।
২৬. সুইডেন : সুইডিশদের সবচেয়ে পছন্দের পাসওয়ার্ড '123456', 'querty123' ও 'qwerty1'। পঞ্চম স্থানে রয়েছে 'hejsan'।
২৭. সুইজারল্যান্ড : অন্য অনেক দেশের মতোই তাদেরও প্রথম তিন পছন্দ হলো '123456', 'querty123' ও 'qwerty1'। উল্লেখযোগ্য হলো, পাসওয়ার্ড হিসেবে 'portugal' রয়েছে তালিকার পনেরো নম্বরে; সম্ভবত দেশটিতে প্রচুর পর্তুগিজ অভিবাসী থাকাই এর কারণ।
২৮. সংযুক্ত আরব আমিরাত : দেশটিতে পাসওয়ার্ড হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় '123456', '123456789' ও 'qwerty123'। দেশটিতে পাসওয়ার্ড হিসেবে পছন্দের তালিকায় এগারোতম স্থানে রয়েছে 'pakistan'।
২৯. যুক্তরাজ্য : দেশটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হলো 'password'। এর পরই রয়েছে 'querty123' ও 'qwerty1'। তালিকার পঞ্চম স্থানে রয়েছে 'liverpool'।
৩০. যুক্তরাষ্ট্র : দেশটির বাসিন্দাদের সবচেয়ে পছন্দের পাসওয়ার্ড হলো 'secret'। এরপর রয়েছে '123456' ও 'password'। তালিকায় ১৪ নম্বরে রয়েছে 'baseball'।
এবার তাহলে আপনার পছন্দের পাসওয়ার্ডের সঙ্গে মিলিয়ে নিন বিশ্বের অন্যান্য দেশের বাসিন্দাদের পছন্দ!
সূত্র : স্টারস ইনসাইডার।



