জলবায়ু

তীব্র তাপপ্রবাহের কবলে মার্কিন যুক্তরাষ্ট্র

জলবায়ু ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ২৫ জুন ২০২৫;  আপডেট: ২২:৩২, ২৫ জুন ২০২৫

তীব্র তাপপ্রবাহের কবলে মার্কিন যুক্তরাষ্ট্র

দেশটির প্রায় ১৫ কোটি মানুষ বর্তমানে তীব্র দাবদাহের সতর্কবার্তার আওতায় রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। আজ মঙ্গলবার এ অঞ্চলে রেকর্ড পরিমাণ তাপমাত্রা দেখা গিয়েছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে ওই অঞ্চলের বাসিন্দারা। 

বর্তমানে ওই অঞ্চলজুড়ে ‘হিট ডোম’ নামে আবহাওয়ার বিশেষ এক অবস্থা বিরাজ করছে। এর প্রভাবে তাপমাত্রা বিপদজনক পর্যায়ে পৌঁছেছে এবং এর সঙ্গে তীব্র আর্দ্রতা যোগ হয়ে তা অসহনীয় অবস্থার সৃষ্টি করেছে। 

এ অবস্থায় আজ দুপুরের পর পর নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের তাপমাত্রা রেকর্ড করা হয় ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস)। ২০১৩ সালের পর এটিই এ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা। 

অন্যদিকে, এ শহরের সেন্ট্রাল পার্ক এলাকার তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইটে (৩৭ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়। এর আগে এ এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ৯৬ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছিলো।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন ও মেরিল্যান্ডের বাল্টিমোরের মতো শহরগুলোতেও তাপমাত্রা বেড়ে ১০১ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে দেখা গেছে। 

মেরিল্যান্ডের কলেজ পার্ক শহরে অবস্থিত জাতীয় আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ বব ওরাভিস বলেন, ‘তাপমাত্রার অবস্থা দেখে মনে হচ্ছে আজ আমরা সবচেয়ে বাজে দিনটি পার করছি।’ 

এদিকে, মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে রোগীদের ভিড় দেখা গেছে। এছাড়া, তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে অনেক যানবাহনই ছেড়ে যেতে পারেনি বলে জানা গেছে। 

দেশটির প্রায় ১৫ কোটি মানুষ বর্তমানে তীব্র দাবদাহের সতর্কবার্তার আওতায় রয়েছে। এ অবস্থায় জনগণকে বিদ্যুৎ অপচয় না করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

তবে, অতিরিক্ত গরমের কারণে দেশটির ইলেকট্রনিকসের দোকানগুলোতে এয়ার কন্ডিশনার ও ফ্যান বিক্রি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। 

এ অবস্থায় সপ্তাহের শেষ দিনগুলোতেও তাপমাত্রার বর্তমান এ অবস্থার খুব বেশি উন্নতি হবে না বলে জাতীয় আবাহওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে। তবে, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে জানানো হয়। 

উল্লেখ্য, বায়ুমণ্ডলের উপরের স্তরে যখন উচ্চ চাপের সৃষ্টি হয় তখন তা তাপ ও আর্দ্রতা আটকে ফেলে, যার ফলে বায়ুমণ্ডলের নিচের স্তরের তাপমাত্রা ক্রমাগতভাবে বাড়তে থাকে। আবহাওয়ার বিশেষ এই অবস্থাই মূলত ‘হিট ডোম’ নামে পরিচিত। 

সূত্র : ডয়চে ভেলে।