শিল্প-সাহিত্য-বিনোদন

অভিনয়ে না ফেরার ঘোষণা মাইকেল ডগলাসের

শিল্প-সাহিত্য-বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ৮ জুলাই ২০২৫

অভিনয়ে না ফেরার ঘোষণা মাইকেল ডগলাসের

১৯৮৭ সালে `ওয়াল স্ট্রিট` চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হিসেবে প্রথম ও ক্যারিয়ারের দ্বিতীয় অস্কার জিতে নেন মাইকেল ডগলাস।

'বিশেষ কিছু' না হলে আর অভিনয়ে ফিরবেন না বলে জানিয়েছেন অভিনেতা মাইকেল ডগলাস। চেক প্রজাতন্ত্রে কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজনে অংশ নিয়ে গতকাল রবিবার সাংবাদিকদের এ কথা জানান ৮০ বছর বয়সী এ অভিনেতা ও প্রযোজক।

সহ-প্রযোজক হিসেবে নিজের চলচ্চিত্র 'ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট'-এর ৫০তম বার্ষিকী উদযাপনে ওই চলচ্চিত্র উৎসবে যোগ দেন মাইকেল ডগলাস।

অস্কারজয়ী এ অভিনেতা সেখানে সাংবাদিকদের বলেন, 'আমি উপলব্ধি করেছি যে আমার এখন থামা উচিত। তাই আমি জেনে-বুঝেই ২০২২ সাল থেকে আর কাজ করছি না।'

বর্ষীয়ান এ অভিনেতা বলেন, 'আমি প্রায় ৬০ বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। অন্য অনেকের মতো আমি শ্যুটিং সেটে মরতে চাই না। বিরতি নিয়ে আমি বেশ ভালোই আছি।'

তিনি আরো বলেন, 'অভিনয়ে ফিরে যাওয়ার সত্যিই আর ইচ্ছে নেই। তবে, এটাকে ঠিক অবসর নেওয়াও বলবো না। কারণ, বিশেষ কোনোকিছু সামনে এলে আবার হয়তো কাজে ফিরবো। এখন স্ত্রীর (ক্যাথেরিন জেটা-জোন্স) কাজ দেখছি; এতেই বেশ ভালো আছি।'

'ফ্যাটাল অ্যাট্রাকশন' ও 'বেসিক ইনস্টিংক্ট'-খ্যাত মাইকেল ডগলাসের অভিনয় ক্যারিয়ার শুরু হয় ১৯৬২ সালে। ওই বছর 'কাস্ট ইন আ জায়ান্ট শ্যাডো' চলচ্চিত্রে বাবা কার্ক ডগলাসসহ একঝাঁক তারকার সঙ্গে তার অভিনয়জীবন শুরু হয়।

ওই চলচ্চিত্রে তিনি নামবিহীন একটি চরিত্রে অভিনয় করেন। পরে ১৯৭২ সালে 'দ্য স্ট্রিটস অব সান ফ্রান্সিসকো' নামক টিভি সিরিজের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।

সহ-প্রযোজক হিসেবে 'ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট' চলচ্চিত্রের জন্য পান অস্কার। ১৯৮৭ সালে 'ওয়াল স্ট্রিট' চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হিসেবে জিতে নেন প্রথম ও ক্যারিয়ারের দ্বিতীয় অস্কার।

২০১০ সালে গলায় ক্যান্সার (স্টেজ ৪) ধরা পড়ে এ অভিনেতার। এরপর থেকেই তিনি অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। সেরে ওঠার পর তিনি মার্ভেল স্টুডিওর 'অ্যান্ট ম্যান', 'অ্যান্ট ম্যান অ্যান্ড দি ওয়াস্প' ও 'অ্যাভেঞ্জারস: এন্ড গেম' চলচ্চিত্রে ড. হ্যাংক পিম চরিত্রে অভিনয় করেন।

সূত্র : সিএনএন।