অস্কারজয়ী অভিনয়শিল্পী ডায়ান কিটন মারা গেছেন
শিল্প-সাহিত্য-বিনোদন
প্রকাশিত: ২১:২৯, ১২ অক্টোবর ২০২৫; আপডেট: ২২:১১, ১২ অক্টোবর ২০২৫

অভিনয়ের পাশাপাশি ব্যতিক্রমী পোশাকের জন্যও সব সময় ফ্যাশনপ্রেমীদের আলোচনায় থাকতেন ডায়ান কিটন। ছবি : বিবিসি।
হলিউডের প্রবীন অভিনয়শিল্পী ডায়ান কিটন মারা গেছেন। গতকাল শনিবার তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মারা যান। আজ রবিবার তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে ৭৯ বছর বয়সী এ অভিনেত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।
কমেডি সিনেমায় অনন্য প্রতিভার স্বাক্ষর রাখা ডায়ান কিটনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অভিনয় জগত থেকে শুরু করে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। তার আকস্মিক মৃত্যুতে শোক ও ভালোবাসা জানিয়েছেন তার সহঅভিনয়শিল্পী স্টিভ মার্টিন, গোল্ডি হওন, বেটি মিডলার।
অপর প্রবীন অভিনয়শিল্পী জেন ফন্ডা ডায়ান কিটনের প্রতি ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!’ জনপ্রিয় অভিনয়শিল্পী রিজ উইদারস্পুন শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘তিনি ছিলেন একজন সত্যিকারের খাঁটি মানুষ।’
১৯৭০ সালে ‘লাভারস অ্যান্ড আদার স্ট্রেন্জারস’ দিয়ে ডায়ান কিটনের চলচ্চিত্র জীবনের যাত্রা শুরু হয়। তবে, তিনি প্রথম আলোচনায় আসেন ফ্রান্সিস ফোর্ড কপ্পোলার বিখ্যাত সিনেমা ‘দ্য গডফাদার’ এর মধ্য দিয়ে।
হলিউডের আরেক নামকরা পরিচালক ও অভিনেতা উডি অ্যালানের সঙ্গে তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। একটা সময় তাদের মধ্যে রোমান্টিক সম্পর্কও গড়ে উঠেছিলো।
১৯৭৭ সালে অ্যালানের পরিচালিত ‘অ্যানি হল’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার জয় করেন ডায়ান কিটন। অনেকে মনে করেন সিনেমাটি আদতে কিটন ও অ্যালানের সম্পর্ক নিয়েই তৈরি।
তবে, ১৯৭৭ সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কিটন এ বিষয়ে বলেছিলেন, ‘এটা সত্যি নয়। তবে, সিনেমায় অনেক সত্য বিষয়বস্তু যোগ করা হয়েছে।’
এদিকে, ‘অ্যানি হল’ ছাড়াও ‘রেডস’ (১৯৮১), ‘মার্ভিনস রুম’ (১৯৯৬) এবং ‘সামথিং গটা গিভ’ (২০০৩) চলচ্চিত্রগুলোর জন্যও সেরা অভিনেত্রীর অস্কার মনোনয়ন পান কিংবদন্তিতুল্য এ অভিনেত্রী।
এছাড়াও তার দীর্ঘ ও সফল অভিনয় জীবনের অসংখ্য চলচ্চিত্রের মধ্যে ‘দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব’ (১৯৯৬), ‘ফাদারস অব দ্য ব্রাইড’ (১৯৯১), ‘দ্য ফ্যামিলি স্টোন’ (২০০৫) এবং ‘দ্য বুক ক্লাব’ (২০১৮) চলচ্চিত্রগুলো বহুল জনপ্রিয়।
সমৃদ্ধ অভিনয় জীবনের সাফল্য হিসেবে ২০১৭ সালে ডায়ান কিটনকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করে আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট।
চলচ্চিত্র ছাড়াও সিনেমা পরিচালনা, লেখালেখি, ফটোগ্রাফি এবং গানের জগতেও নিজের প্রতিভা দেখিয়েছেন গুণী এ শিল্পী। এরই স্বাক্ষর হিসেবে তার ক্যামেরায় তোলা ছবি নিয়ে ১৯৮০ সালে ছবির বই ‘রিজার্ভেশন’ এবং ২০২২ সালে ‘সেভড’ প্রকাশিত হয়।
এমনকি, গত বছর অর্থ্যাৎ ২০২৪ সালে প্রকাশিত হয় তার প্রথম একক গানের অ্যালবাম ‘ফার্স্ট ক্রিসমাস’। অবশ্য, ২০২৪ সালেই তিনি তার জীবনের সর্বশেষ সিনেমায় অভিনয় করেছেন। ‘সামার ক্যাম্প’ নামের সেই সিনেমায় তাকে ক্যাথি বেটস ও ইউজিয়েন লেভির সঙ্গে জোট বাধতে দেখা যায়।
উল্লেখ্য, ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া জনপ্রিয় এ অভিনেত্রী কখনো বিয়ে করেননি। তবে, তিনি একজন মেয়ে ও একজন ছেলে শিশু দত্তক নিয়েছিলেন। ডেকস্টার ও ডুক নামের এ দু’জন সন্তান নিয়েই তিনি তার সারা জীবন কাটিয়ে দিয়েছেন।
২০১১ সালে প্রকাশিত তার আত্মজীবনীমূলক বই ‘দ্যান অ্যাগেইন’ এ পরিবার সম্পর্কে তিনি লিখেছিলেন, ‘আমার মনে হয় না আমি আমার পরিবারের প্রতি যে অসাধারণ, তীব্র ও অসম্ভব ভালোবাসা অনুভব করি, তা আর কারও পক্ষে করা সম্ভব।’
অভিনয় এবং বাস্তব জীবন - সবখানেই নিজস্ব ফ্যাশন স্টাইলের জন্যও আলোচনার কেন্দ্রে থাকতেন এ অভিতানেত্রী। অধিকাংশ সময়ই পুরুষদের কোট-সু-প্যান্ট ও মাথায় বড় আকার ও বৈচিত্র্যময় ডিজাইনের হ্যাটে দেখা যেতো তাকে।
অসাধারণ অভিনয় প্রতিভা এবং অনন্য ফ্যাশনবোধ - সবকিছুর জন্যই আরও বহুযুগ সিনেমাপ্রেমীদের মনে অমর হয়ে থাকবেন গুণী ও প্রতিভাবান এ শিল্পী।
সূত্র : ডয়চে ভেলে, সিএনএন, বিবিসি।