লাইফস্টাইল

স্তন ক্যান্সার প্রতিরোধক ওষুধ অনুমোদন দিল ইংল্যান্ড

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ৮ নভেম্বর ২০২৩

স্তন ক্যান্সার প্রতিরোধক ওষুধ অনুমোদন দিল ইংল্যান্ড

স্তন ক্যান্সার প্রতিরোধের জন্য প্রতিদিন ১টি করে মোট ৫ বছর ওষুধটি খেতে হবে।

স্তন ক্যান্সার প্রতিরোধী ওষুধ হিসেবে অ্যানাস্ট্রোজলের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ইংল্যান্ড। এ রোগের চিকিৎসায় অনেক বছর ধরেই ওষুধটি ব্যবহার করা হচ্ছিলো। তবে, এবার ক্যান্সার-প্রতিরোধী ওষুধ হিসেবে এর অনুমোদন মিলেছে।

সাম্প্রতিক ট্রায়ালে দেখা গেছে, মেনোপজ-পরবর্তী অর্থাৎ মাসিক ঋতুচক্র বন্ধ হয়েছে এমন নারীদের মধ্যে যারা স্তন ক্যান্সারের মাঝারি বা উচ্চ মাত্রার ঝুঁকিতে রয়েছেন, তাদের অন্তত ৫০ শতাংশের ক্ষেত্রে ওষুধটি রোগ প্রতিরোধে সফলতা পেয়েছে।

স্তন ক্যান্সার প্রতিরোধের চিকিৎসা হিসেবে দেশটিতে ২০১৭ সালে অ্যানাস্ট্রোজল ব্যবহারের সুপারিশ করা হয়েছিলো। আশাপ্রদ ফল পাওয়ায় স্তন ক্যান্সার প্রতিরোধক ওষুধ হিসেবে অ্যানাস্ট্রোজলকে অনুমোদন দেওয়া হলো।

স্তন ক্যান্সার প্রতিরোধের জন্য প্রতিদিন ১টি করে মোট ৫ বছর ওষুধটি খেতে হবে।

ক্যান্সার-প্রতিরোধী হিসেবে অনুমোদন পাওয়ায় ইংল্যান্ডে এ রোগের ঝুঁকিতে থাকা প্রায় ২ লাখ ৮৯ হাজার নারীকে ওষুধটি দেওয়া হতে পারে। প্রাথমিকভাবে প্রায় ১০ হাজার নারী এ ওষুধটি পাবেন।

দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, স্তন ক্যান্সার প্রতিরোধক হিসেবে ওষুধটির প্রয়োগ শুরু হলে এবং তা কাঙ্খিত ফল দিলে এ রোগের চিকিৎসা বাবদ বিপুল খরচের পরিমাণও অনেক কমবে।

দেশটির স্বাস্থ্যবিভাগ আরো জানিয়েছে, যদি কোনো নারী স্তন ক্যান্সারের উচ্চমাত্রার ঝুঁকিতে আছেন বলে মনে করেন, তাহলে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তায় পরীক্ষা-নিরীক্ষার পর এ সেবা নিতে পারবেন।

একাধিক প্রতিষ্ঠান অ্যানাস্ট্রোজল ওষুধ তৈরি করতে পারবে। রোগীদের জন্য কম খরচে ওষুধটি বাজারজাত করতেও কোনো বাধা নেই। এ কারণে দেশটিতে স্তন ক্যান্সারের প্রকোপ অনেক কমবে বলে আশা করছেন চিকিৎসাবিজ্ঞানীরা।

সূত্র : বিবিসি।