ইতালির ফ্যাশন আইকন জর্জিও আরমানি মারা গেছেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৩:০৮, ৪ সেপ্টেম্বর ২০২৫; আপডেট: ০১:০০, ৫ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বখ্যাত এ ফ্যাশন ডিজাইনারের আভিজাত্য ও সৃষ্টিশীলতার উল্লেখ করে তাকে ‘আইকন’ বলে অভিহিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
ইতালির বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরামনি মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৯১ বছর। তিনি তার নিজ বাড়িতে মারা গেছেন। এ সময় তার প্রিয়জনরা তার পাশে ছিলো। আজ বৃহস্পতিবার তার প্রতিষ্ঠান থেকে এসব তথ্য জানানো হয়।
১৯৭৫ সালে জর্জিও আরমানি তার নিজ নামে ইতালির মিলানে ল্যাক্সারি এ ফ্যাশন ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন। আরাম ও আভিজাত্যের মিশেলে তৈরি আরমানির ট্রেডমার্ক স্টাইলিস স্যুট পৃথিবীজুড়ে ব্যাপক জনপ্রিয় একটি পোশাক।
জর্জিও আরমানির মৃত্যুতে একটি বার্তা প্রকাশ করেছে তার প্রতিষ্ঠানের কর্মী ও পরিবারের সদস্যরা। তার মৃত্যুতে একধরনের ‘শূন্যতা’ তৈরি হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘এ প্রতিষ্ঠানে আমরা সব সময়ই নিজেদের একটি পরিবারের সদস্য ভেবেছি। গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আজ আমরা এমন এক ব্যক্তির জন্য বিশাল শূন্যতা অনুভব করছি যিনি তার প্রজ্ঞা, ভালোবাসা ও আন্তরিক প্রচেষ্টা দিয়ে একটি পরিবার প্রতিষ্ঠা করেছেন এবং একে গড়ে তুলেছেন।’
এতে আরও বলা হয়, ‘তবে আমরা, তার কর্মী ও পরিবারের সদস্যরা, যারা সব সময় জনাব আরমানির পাশে থেকে কাজ করেছি, অবশ্যই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের জায়গা থেকে এ পরিবারকে রক্ষায় এবং সামনে এগিয়ে নিতে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বিশ্বখ্যাত এ ফ্যাশন ডিজাইনারের আভিজাত্য ও সৃষ্টিশীলতার উল্লেখ করে তাকে ‘আইকন’ বলে অভিহিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ‘জর্জিও আরমানি ৯১ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি তার আভিজাত্য, ঐকান্তিকতা ও সৃষ্টিশীলতা দিয়ে ইতালির ফ্যাশন জগতকে আলোকিত করেছেন এবং একইসঙ্গে সারা বিশ্বকে অনুপ্রাণিত করেছেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তিনি একজন আইকন, একজন অক্লান্ত পরিশ্রমী ব্যক্তি এবং ইতালির সেরাদের প্রতীক। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ।’
ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানিও আরমানির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা প্রকাশ করেছেন। আরও শোক জানিয়েছে ভারসাচে ও মনক্লেয়ারের মতো বিখ্যাত ফ্যাশন হাউসগুলো।
উল্লেখ্য, ইতালির উত্তরাংশের এমিলিয়া অঞ্চলের পিয়াসেনজায় ১৯৩৪ সালে আরমানি জন্ম নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি রাজধানী মিলানে চলে আসেন। সার্জিও গেলিওত্তির সঙ্গে মিলে তিনি তার এ কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে গেলিওত্তি মারা যান।
আরমানি ব্র্যান্ড ২০২৪ সালে প্রায় ২৩০ কোটি পাউন্ড মুনাফা অর্জন করে। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য ১ হাজার কোটি ডলারেরও বেশি।
এর মধ্য দিয়ে আরমানি বিশ্বের শীর্ষ ২০০ জন কোটিপতির তালিকায় জায়গা করে নেন। মার্কিন ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বসের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
মৃত্যুর আগ পর্যন্ত আরমানিই ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শেয়ারহোল্ডার। তবে, তার কোনো সন্তান না থাকায় বিশাল এ সম্পত্তির কোনো উত্তরাধিকার নেই।
আপাতত তার অবসর গ্রহণের কোনো পরিকল্পনা নেই এবং আগামী আরও কয়েক বছর তিনি তার কোম্পানি পরিচালনা করতে চান বলে ২০২৪ সালে ইতালির একটি দৈনিকে জানিয়েছিলেন জর্জিও আরমানি।
সূত্র : ডয়চে ভেলে।