রাজনীতি

আফগানিস্তানে পাকিস্তানি হামলায় নিহত ১০: তালেবান

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২২:০৩, ২৫ নভেম্বর ২০২৫;  আপডেট: ২২:১৯, ২৫ নভেম্বর ২০২৫

আফগানিস্তানে পাকিস্তানি হামলায় নিহত ১০: তালেবান

গত ২৪ নভেম্বর পেশোয়ারের সংসদ ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিন কর্মকর্তা নিহত হয়। ফাইল ছবি।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ৯ শিশুসহ মোট ১০ নাগরিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার দেশটির তালেবান সরকার থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে, বিষয়টি অস্বীকার করে পরবর্তীতে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম পিটিভি জানায়, ‘পাকিস্তান আফগানিস্তানে হামলা চালায়নি।’

তবে, আফগানিস্তানে পালিয়ে থাকা পাকিস্তানি তালেবান জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ডিপিএ বার্তাসংস্থাকে জানিয়েছে পাকিস্তানের এক গোয়েন্দা সূত্র। আফগানিস্তানের খোস্তসহ সীমান্তবর্তী আরও কয়েকটি প্রদেশে হামলা চালানো হয়েছে এবং এ হামলায় উল্লেখযোগ্যসংখ্যক জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়। একইসঙ্গে, এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও ডিপিএকে জানায় সূত্রটি।

তবে পাকিস্তানি বাহিনী গতকাল সোমবার দিনশেষে খোস্ত প্রদেশে সাধারণ নাগরিকদের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালায় বলে দাবি করা হয়। এতে এক নারীসহ ৯ শিশু নিহত হয় বলে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্সে জানান।

পরবর্তীতে পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের খুনার ও পাকটিকা প্রদেশেও হামলা চালায় এবং এতে আরও চার নাগরিক আহত হয় বলে জাবিউল্লাহ উল্লেখ করেন। তবে, আফগান সরকার উপর্যুক্ত সময়ে এসব হামলার মোক্ষম জবাব দিবে বলে ওই বার্তায় তিনি হুশিয়ারি দেন।

সম্প্রতি দেশ দুটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে লিপ্ত হয়। পরবর্তীতে গত মাসে একটি ঠুনকো যুদ্ধবিরতির মধ্য দিয়ে তা বন্ধ হয়। কিন্তু, গতকালের এ হামলার পর দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা শুরুর আশঙ্কা করা হচ্ছে।

মূলত, ২০২১ সালে তালেবানরা আবারও আফগানিস্তানের ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়। এর জেরে গত অক্টোবরে দেশ দুটির সীমান্তে ব্যাপক সংঘাতের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষেরই মোট প্রায় ৭০ জনের মতো হতাহত হয়। 

সূত্র : ডয়চে ভেলে।