অন্যান্য

ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:২৫, ৩০ জানুয়ারি ২০২২;  আপডেট: ১৫:১২, ১২ ফেব্রুয়ারি ২০২৩

ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র

তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকা।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল দিয়ে বয়ে আসা হিমেল বাতাসের প্রভাবে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বইছে তুষার ঝড়। এ অঞ্চলে গত চার বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় ঝড়।

এ তুষার ঝড়ে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকার মধ্যে রয়েছে নিউ ইংল্যান্ড, ডেলাওয়্যার, বোস্টন, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি ও লং আইল্যান্ড।

এর মধ্যে ম্যাসাচুসেটসে শনিবার সকালের মধ্যেই ৮০ হাজারের বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আটলান্টিকের মধ্যভাগ থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত এলাকার প্রায় ৫৫ মিলিয়ন বাসিন্দার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আক্রান্ত অঙ্গরাজ্যগুলোর রাস্তাঘাট অন্তত ১০ ইঞ্চি পুরু তুষারের নিচে ঢাকা পড়েছে। অনেক স্থানে অন্তত ২৪ ইঞ্চি পুরু বরফের স্তর জমবে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন।

মধ্য-আটলান্টিকের উপকূলীয় অংশ থেকে নিউ ইংল্যান্ডের পূর্বাংশ পর্যন্ত ১৩ ইঞ্চিরও বেশি বরফ পড়বে বলে শুক্রবার বিকেলেই এক পূর্বাভাসে জানিয়েছিলো এনডব্লিউ ওয়েদার প্রেডিকশন সেন্টার। নিউ ইয়র্কের অনেক স্থানে এরই মধ্যে ১২ ইঞ্চির বেশি পুরু বরফ জমেছে। উপকূল ও উপকূলবর্তী এলাকাগুলোতে ঘণ্টায় ৬০ থেকে ৭৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে।

ফ্লাইটঅ্যাওয়্যার সূত্র জানিয়েছে, এ দুর্যোগের কারণে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে দেশটি। সূত্র : বিবিসি, সিএনএন, রয়টার্স।