অন্যান্য

জাপান উপকূলে দক্ষিণ কোরিয়ার ট্যাঙ্কার ডুবি : নিহত ৮

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৪, ২০ মার্চ ২০২৪;  আপডেট: ২৩:০০, ২৪ মার্চ ২০২৪

জাপান উপকূলে দক্ষিণ কোরিয়ার ট্যাঙ্কার ডুবি : নিহত ৮

ঝড়ো আবহাওয়ার কারণে জাহাজটি উপকূলে নোঙ্গর করে রাখা হলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।

জাপানের পশ্চিম উপকূলে দক্ষিণ-কোরিয়ার পতাকাবাহী একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে ওই জাহাজে থাকা ১১ জন নাবিকের মধ্যে আটজন নিহত হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার উপকূলের ইয়ামাগুচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝড়ো আবহাওয়ার কারণে কিওইয়াং সান নামের জাহাজটি ওই এলাকায় নোঙ্গর করে রেখেছিলো বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় আজ স্থানীয় সময় সকাল সাতটায় জাহাজটির রেডিও থেকে সাহায্যের জন্য বার্তা পাঠানো হয় বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থল থেকে একজন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আরও দু’জন নিখোঁজ রয়েছে বলে জাপানের কোস্টগার্ড জানিয়েছে। তাদের খোঁজে অনুসন্ধান চলছে বলেও জানায় তারা।

জাহাজটির নাবিকদের মধ্যে কোরিয়ার দুইজন, ইন্দোনেশিয়ার আটজন এবং চীনের একজন নাগরিক ছিলো বলে কোস্টগার্ডরা জানিয়েছে।

উল্লেখ্য, জাহাজটিতে ৯৮০ টন অ্যাক্রোলিক অ্যাসিড পরিবহন করা হচ্ছিলো।

সূত্র : বিবিসি।