স্বদেশ

ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

স্বদেশ ডেস্ক

প্রকাশিত: ২২:৫৮, ৬ জানুয়ারি ২০২৪;  আপডেট: ২৩:১১, ৬ জানুয়ারি ২০২৪

ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসির

নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ আপামর জনগণের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করেন সিইসি।।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দেশের নাগরিকদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন । আজ শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশের ভোটারদের মূল্যবান এ নাগরিক দায়িত্ব পালনের আহবান জানান তিনি। আগামীকাল রবিবার অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এ ভাষণ দেন সিইসি।

এ সময় তিনি নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ আপামর জনগণের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সিইসি বলেন, ‘আমাদের বিশ্বাস স্ব স্ব অবস্থান থেকে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ ও আবশ্যক আইনানুগ ভূমিকা পালনের মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হবে। দেশে ও বহির্বিশ্বে প্রশংসিত ও বিশ্বাসযোগ্য হবে। দেশের জনশাসনে জনগণের জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র সুসংহত হবে। সংসদ, সরকার ও সংবিধানের কাঙ্খিত ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে।’

উৎসবমুখর পরিবেশে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘এখন কেবল ভোট গ্রহণ শুরুর অপেক্ষা। অংশগ্রহণকারী সকল প্রার্থী ও ভোটার সাধারণকে নির্বাচন বিষয়ক বিধি-বিধান অনুসরণ করতে হবে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তাকেও আইন ও বিধি- বিধান যথাযথভাবে অনুধাবন, প্রতিপালন ও প্রয়োগ করে সততা ও নিষ্ঠার সাথে নির্বাচন পরিচালনার সার্বিক বিষয়ে আরোপিত দায়িত্ব পালন করতে হবে।'

এক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা, শৈথিল্য, অসততা ও ব্যত্যয় সহ্য করা হবে না বলে জানান তিনি। একইসঙ্গে কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশিশক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে এবং তথ্য প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে বলে সিইসি উল্লেখ করেন।

কোথাও এ ধরনের অনিয়ম দেখা গেলে প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনী এলাকার ভোট গ্রহণ সামগ্রিকভাবে বন্ধ করে দেয়া হবে উল্লেখ করে সিইসি বলেন, 'জনগণকেও ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকারের নির্বাচনী অনিয়ম- অনাচার প্রতিহত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচনের অন্যতম অনুসঙ্গ হচ্ছে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা। কেন্দ্রে কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সাহসী, সৎ, দক্ষ ও অনুগত পোলিং এজেন্ট নিয়োগ করে প্রার্থী হিসেবে আপনাদের নিজ নিজ অধিকার ও স্বার্থ সুরক্ষার প্রাণান্ত চেষ্টা কার্যত আপনাদেরকেই করতে হবে।’

এদিকে বর্তমানে দেশে নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া অস্থিরতা এবং নানা ধরনের নাশকতার বিষয়টি উল্লেখ করে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বে মতভেদ রয়েছে। কিন্তু মতভেদ থেকে সংঘাত ও সহিংসতা কাম্য নয়। রাষ্ট্রীয় ধন-সম্পদের ক্ষতিসাধনের পাশাপাশি মানুষ আহত-নিহত হচ্ছে। চলমান এহেন পরিস্থিতির স্থায়ী সমাধান ও অবসান প্রয়োজন। আমরা সব সময় বিশ্বাস করি আলাপ-আলোচনা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমঝোতায় উপনীত হয়ে যে কোনো রাজনৈতিক সংকটের নিরসন সম্ভব।’

উল্লেখ্য, আগামীকাল অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ২৮টি দল অংশ গ্রহণ করছে। মোট ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯৭১ জন প্রার্থী । এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ২৩ হাজার দেশি এবং প্রায় ২০০ বিদেশি পর্যবেক্ষক কাজ করবেন। একইসঙ্গে নির্বাচন পর্যবেক্ষণ এবং ছবি ও তথ্য সংগ্রহে মাঠে অবস্থান করবেন পর্যাপ্ত সংখ্যক দেশি ও বিদেশি সংবাদকর্মীও।

সূত্র : বাসস।