রাজনীতি

তুরস্ক নির্বাচন : আবারও বিজয়ী এরদোয়ান

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২২:৫৭, ২৯ মে ২০২৩;  আপডেট: ০০:২০, ৩০ মে ২০২৩

তুরস্ক নির্বাচন : আবারও বিজয়ী এরদোয়ান

নির্বাচনে বিজয়ের পর আঙ্কারার প্রেসিডেন্ট ভবন থেকে সমর্থকদের প্রতি অভিবাদন রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের।

তুরস্কের জাতীয় নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গতকাল রবিবার নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে গত ২০ বছর তুরস্কের ক্ষমতায় থাকা এরদোয়ান আবারও আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার সুযোগ পেলেন।

এরদোয়ান মোট ৫২ দশমিক ১ শতাংশ এবং তার বিরোধী দলের নেতা কেমাল কিলিচদারুলু ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন বলে গতকাল প্রকাশিত আনুষ্ঠানিক ফলে উল্লেখ করা হয়।

সম্প্রতি তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্প এবং স্থানীয় মুদ্রার ব্যাপক দরপতনের পরও এরদোয়ানের এ বিজয় বিস্মিত করেনি বিশ্লেষকদের। তাদের মতে, শুধু দীর্ঘকাল ধরে ক্ষমতায় থাকার কারণেই নয় বরং তার প্রতি সমর্থকদের আনুগত্যও এ বিজয়ের বড় কারণ।

রাজধানী আঙ্কারাভিত্তিক ও সরকার সমর্থিত প্রতিষ্ঠান পলিটিক্যাল, ইকোনোমিক অ্যান্ড স্যোশাল রিসার্চ (সিটা)-এর গবেষক ক্যান অ্যাকুন এ বিষয়ে বলেন, ‘গত ২০ বছরের হাজারো ঘটনা-দুর্ঘটনার পর এটি একটি তাৎপর্যপূর্ণ অর্জন। একইসঙ্গে এটি বিরোধী দলের ব্যর্থতারও প্রতিফলন।’

সূত্র : সিএনএন।