অন্যান্য

তুরস্ক ও সিরিয়ায় ভ‍ূমিকম্প : নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২৩;  আপডেট: ২৩:৪৩, ২৯ মে ২০২৩

তুরস্ক ও সিরিয়ায় ভ‍ূমিকম্প : নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে

ভূমিকম্পে আহতদের সাহায্যে ত্রাণ পৌঁছানোর কাজ চলছে। ছবি : সিএনএন।

তুরস্ক সিরিয়ায় গত সোমবার আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা পর্যন্ত বেড়ে প্রায় ২০ হাজার ৪৫১ জনে পৌঁছেছেরিখটার স্কেলে দশমিক মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আরও কয়েক হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

উদ্ধারকর্মীরা ভূমিকম্পে ধসে যাওয়া ভবনগুলো থেকে আহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে গেলেও ক্রমেই উদ্ধারের সম্ভাবনা কমছেনতুন করে তুষারপাত শুরু হওয়া, পর্যাপ্ত পানি বিদ্যুতের অভাব এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে দুর্যোগ থেকে উদ্ধার হওয়া মানুষের অবস্থা শোচনীয় হয়ে পড়বে বলে দাতা সংস্থাগুলো থেকে সতর্ক করা হয়েছে

তবে ঘটনার পর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতিসংঘের সাহায্য বোঝাই ছয়টি ট্রাক তুরস্ক থেকে সিরিয়া পৌঁছেছে

ইংল্যান্ডের দাতব্য সংস্থা থেকে ভূমিকম্পে হতাহতদের সাহায্যের আবেদন জানিয়ে অর্থ সংগ্রহ করা হচ্ছেপশ্চিমা অবরোধের কারণে দুর্ঘটনাকবলিত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর বিষয়টি জটিল হয়ে পড়ছেএর ফলে ক্ষতিগ্রস্তদের কাছে সঠিক সময়ে ত্রাণ পৌঁছানো নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে

এদিকে প্রথমে ক্ষতিগ্রস্তদের যথাযথভাবে সাহায্যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীয় অপর্যাপ্ততার কথা বলা হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আশ্বস্ত করেছেন

সূত্র : বিবিসি, সিএনএন