রাজনীতি

মারা গেলেন গুলিবিদ্ধ শিনজো আবে

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ৮ জুলাই ২০২২;  আপডেট: ০১:২১, ২৯ অক্টোবর ২০২২

মারা গেলেন গুলিবিদ্ধ শিনজো আবে

শিনজো আবের ওপর হামলার কিছুক্ষণ আগের ছবি। পেছনে ধূসর টি-শার্ট পরা আততায়ী।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হাসপাতালে আবেকে সেবাদানকারী চিকিৎসকরা। আজ সকালে এক রাজনৈতিক পথসভায় বক্তৃতা দেওয়ার সময় আবেকে লক্ষ করে দুটি গুলি ছোঁড়ে এক ব্যক্তি। এতে আবে ঘাড়ে ও বুকে গুরুতর আঘাত পান।

শিনজো আবে গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনাস্থল থেকে তেতসুইয়া ইয়ামাগামি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিলো পুলিশ। পরে পুলিশ নিশ্চিত করে, নারা শহরের বাসিন্দা ৪১ বছর বয়সী ইয়ামাগামিই আবেকে গুলি করেছে। হামলার সময় ব্যবহার করা বন্দুকসহ তার বাড়ি থেকে আরো কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। এ সময় নারা শহরে ইয়ামাগামির বাড়ির আশেপাশের বাসিন্দাদের নিরাপত্তার খাতিরে সেখান থেকে সরে যেতে বলা হয়েছে।

ঘটনার পরপরই হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্র জানিয়েছে, ইয়ামাগামি জিজ্ঞাসাবাদে আবেকে গুলি করার কথা স্বীকার করেছেন। ইয়ামাগামি পুলিশকে জানিয়েছেন, তিনি একটি 'বিশেষ দল'-কে ঘৃণা করেন। শিনজো আবে ওই দলের সঙ্গে সম্পৃক্ত - এমন সন্দেহ থেকেই তিনি আবেকে গুলি করেছেন। তবে ওই দলের সদস্যদের মধ্যে কেবল আবেকেই কেন হামলার জন্যে টার্গেট করা হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

চিকিৎসকরা জানান, শিনজো আবের ঘাড়ে দুটি বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার সময়ই আবের অবস্থা খুব খারাপ ছিলো। আবের হৃদপিণ্ডও আঘাতপ্রাপ্ত হয়েছিলো এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিলো। এ কারণে হাসপাতালে নেওয়ার পর তাকে রক্তও দেওয়া হয়।

দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কাশিদা বলেছেন, 'এ ঘটনায় আমি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি আমার কাছের এক বন্ধুকে হারালাম।' তিনি আরো বলেন, 'এটি একটি বর্বরোচিত ঘটনা। এটি সহ্য করা হবে না।'

সূত্র : বিবিসি ও সিএনএন।