রাজনীতি

নিরাপত্তা ইস্যুতে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে যাচ্ছে বিপি

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২৩:১৮, ১৮ ডিসেম্বর ২০২৩;  আপডেট: ০১:৩১, ১৯ ডিসেম্বর ২০২৩

নিরাপত্তা ইস্যুতে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে যাচ্ছে বিপি

হুতি বিদ্রোহীদের আক্রমণ এড়াতে লোহিত সাগর দিয়ে জহাজ চলাচল বন্ধ ঘোষণা করছে বিভিন্ন প্রতিষ্ঠান।

লোহিত সাগর দিয়ে সব ধরনের পণ্যবাহী জাহাজ চলাচল প্রক্রিয়া বাতিল করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান বিপি। এ এলাকায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইংল্যান্ডের বৃহৎ এ প্রতিষ্ঠানটি জানায়। তবে এ সিদ্ধান্ত সাময়িক বলে আজ সোমবার  প্রতিষ্ঠানটি জানায়।

বিপি থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, ‘লোহিত সাগরে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার অবনতি হওয়ায় বিপির পক্ষ থেকে সাময়িকভাবে সব ধরনের পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি, এ এলাকার অবস্থার উন্নতি হলে আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানাবো।’

বিপির এ সিদ্ধান্তটি এমন সময় আসলো যার মাত্র একদিন আগেই এ এলাকায় তাদের একটি জাহাজ হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়। এছাড়াও জার্মানির হ্যাপ্যাগ লয়েড নামের একটি প্রতিষ্ঠানের জাহাজও এ ধরনের আক্রমণের শিকার হয়। এতে প্রতিষ্ঠানটির জাহাজের কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা যায়।

এছাড়াও হুতি বিদ্রোহীদের আক্রমণ এড়াতে আরও বেশ কিছু বড় প্রতিষ্ঠানও এ অঞ্চল দিয়ে তাদের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে গত শুক্রবার ড্যানিশ প্রতিষ্ঠান এ.পি মুলার মেয়ার্কস লোহিত সাগর দিয়ে তাদের সব ধরনের পণ্যবাহী জাহাজ চলাচল আপাতত বন্ধ ঘোষণা করে।

এছাড়া এমএসসি নামের আরেকটি প্রতিষ্ঠান বর্তমানে এ অঞ্চল এড়িয়ে আফ্রিকা অঞ্চল দিয়ে তাদের জাহাজ চলাচল অব্যাহত রাখছে। কিন্তু এর ফলে প্রতিষ্ঠানটির সময় ও ব্যয় উভয়ই বেড়ে গেছে বলে জানা যায়।

এদিকে চলতি সপ্তাহগুলোতে লোহিত সাগর দিয়ে চলাচল করা আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজগুলোতে ইরান সমর্থিত ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের আক্রমণ বেড়ে চলেছে। মূলত ফিলিস্তিনের গাজায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদ হিসেবে হুতি বিদ্রোহীরা এ ধরনের হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

প্রথমদিকে ইসরায়েলে পণ্য সরবরাহ করে, এ ধরনের জাহাজগুলোর উপর হামলা করা হবে বলে হুতির পক্ষ থেকে জানানো হয়। এর পর প্রায় প্রতিদিনই তারা লোহিত সাগর দিয়ে চলাচল করা পণ্যবাহী জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে।

এখনও পর্যন্ত এসব হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও হুতি বিদ্রোহীরা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন জাহাজেও হামলা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র : ডয়চে ভেলে।