রাজনীতি

কম্বোডিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ২০ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ২৮ এপ্রিল ২০২৪

কম্বোডিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ২০ সৈন্য নিহত

বিস্ফোরণটি গোলাবারুদের গুদামে ঘটে।

কম্বোডিয়ায় একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের গুদামে বিস্ফোরণে অন্তত ২০ সৈন্য নিহত হয়েছে। গতকাল শনিবার দেশটির কাম্পং স্পিউ প্রদেশের সেনা ঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে। এতে আরো অনেক সৈন্য আহত হয়। তবে, বিস্ফোরণের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট। তিনি এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। নিহত সৈন্যদের পরিবার ও আহত সৈন্যদের ক্ষতিপূরণ দিতেও সরকারকে নির্দেশ দিয়েছেন তিনি।

কম্বোডিয়ার সেনাবাহিনী সূত্র জানিয়েছে, বিস্ফোরণটি গোলাবারুদের গুদামে ঘটে। এ ঘটনায় অস্ত্রভর্তি একটি ট্রাকও ধ্বংস হয়ে গেছে। একটি অফিস ভবন ও আশপাশের ব্যারাক ধ্বংস হয়েছে। এ ছাড়া আশপাশের ২৫টি বাড়িও এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে, ভিডিওটি ওই ঘটনারই কি না, তা নিশ্চিত করা যায়নি।

সূত্র : বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।