কেনিয়ায় পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত
প্রকাশিত: ২০:৪৮, ২৮ অক্টোবর ২০২৫
প্রতিকূল আবহাওয়াই এ দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কেনিয়ার উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ ইউরোপীয় পর্যটক ও এর কেনীয় চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে বলে কেনিয়ার সিভিল অ্যাভিয়েশন অথোরিটি (কেসিএএ) জানায়।
বিমানটি দিয়ানি নামের উপকূলবর্তী জনপ্রিয় রিসোর্ট থেকে বিশ্বখ্যাত মাসাই মারা গেম পার্কে যাচ্ছিল। এ সময় বিমানটিতে ৮ হাঙ্গেরীয়, ২ জার্মান এবং ১ জন কেনীয় নাগরিক ছিলো বলে মুম্বাসা এয়ার সাফারি থেকে জানানো হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় এদের সবাই নিহত হয়েছে।
এক বিবৃতিতে আরও বলা হয়, ‘এ মুহূর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে এ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়া।’
এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত বিমানটিতে আগুন জ্বলতে এবং দুর্ঘটনাস্থলের চারপাশে এর বিধ্বস্ত অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।
দিয়ানি থেকে যাত্রা শুরু করার পর বিমানটি কেওয়েল শহর থেকে ১০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় বলে কেওয়েল কাউন্টি কমিশনার স্টিফেন ওরিন্ড জানান। বিমানটি মাসাই মারার কিচওয়া টেম্বোর উদ্দেশ্যে যাত্রা করেছিলো বলেও জানান তিনি।
বন্যপ্রাণীর জন্য স্থানটি পর্যটকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। চালক ছাড়া এ দুর্ঘটনায় নিহত সবাই পর্যটক ছিলো বলে কমিশনার ওরিন্ড জানান।

এদিকে, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কাজ শুরু হয়েছে। তবে, প্রতিকূল আবহাওয়াই দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কমিশনার বলেন, ‘এখানকার আবহাওয়া বর্তমানে খুব বেশি অনুকূল নয়। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। তবে, আমরা এখনই নিশ্চিতভাবে একেই প্রধান কারণ বলতে পারছি না।’
উল্লেখ্য, চলতি বছরের আগস্টে রাজধানী নাইরোবির সীমান্ত এলাকায় একটি হালকা বিমান বিধ্বস্ত হয়। চিকিৎসা সহায়তা নিয়ে যাওয়ার সময় সংঘটিত এ দুর্ঘটনায় সে সময় ৬ জন নিহত ও ২ জন আহত হয়।
সূত্র : বিবিসি।



