অন্যান্য

ভারতে দুই ট্রেনের সংঘর্ষ : নিহত কমপক্ষে ৮

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৭, ৪ নভেম্বর ২০২৫;  আপডেট: ০০:২০, ৫ নভেম্বর ২০২৫

ভারতে দুই ট্রেনের সংঘর্ষ : নিহত কমপক্ষে ৮

ভারতের ছত্তিশগড় রাজ্যে আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

ভারতে একটি যাত্রীবাহী লোকাল ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। দেশটির ছত্তিশগড় রাজ্যে আজ মঙ্গলবার সংঘটিত এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে। 

রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১১৬ কিলোমিটার দূরের বিলাসপুরে এ দুর্ঘটনা ঘটে। জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা সঞ্জয় আগারওয়াল এএনআই বার্তা সংস্থাকে বলেন, ‘এ দুর্ঘটনায় মোট ৮ জন নিহত হয়েছে। ২ জন এখনও ট্রেনের মধ্যে আটকে রয়েছে। ১৬ থেকে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এটি একটি বড় দুর্ঘটনা।’  

এদিকে, দুর্ঘটনার সময় মালবাহী ট্রেনটি লাইনে দাঁড়িয়ে ছিলো বলে ছত্তিশগড়ের সহকারী মুখ্যমন্ত্রী অরুন সাও জানান। এ সময় যাত্রীবাহী ট্রেনটি পেছনে থেকে এসে এর সঙ্গে ধাক্কা লাগে এবং এর সামনের সারির কিছু বগি বিধ্বস্ত হয় বলে জানান তিনি। 

এ সময় প্রচণ্ড গতিতে ধাক্কা লাগায় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের উপরে উঠে যায় বলে জেলা কর্মকর্তা সঞ্জয় আগারওয়াল জানান। বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

আগারওয়াল বলেন, ‘বর্তমানে ট্রেনের ভেতর যে দুজন যাত্রী আটকে আছে তাদের উদ্ধারে একটি উদ্ধারকর্মী দল ট্রেনের বগি কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমরা আশা করছি যে তারা বেঁচে আছে। কিন্তু, তাদের উদ্ধার না করা পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’ 

এদিকে, উদ্ধার কার্যক্রম সফল করতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ভারতীয় রেলওয়ে থেকে ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে, এ দুর্ঘটনার তদন্ত কাজও শুরু হয়েছে বলে জানানো হয়। 

এছাড়া, ভারতীয় রেলওয়ে থেকে নিহতদের পরিবারের জন্য ১০ লাখ, গুরুতর আহতদের জন্য ৫ লাখ এবং তুলনামুলক কম আহতদের জন্য ১ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএনআই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ভারতের দীর্ঘ ট্রেন লাইন বিশ্বে চতুর্থ বৃহত্তম। তবে, পুরাতন অবকাঠামো এবং চালক ও সংশ্লিষ্ট অন্যান্যদের দক্ষতার ঘাটতি প্রায়ই নানা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। 

এর মধ্যে ২০২৩ সালে এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনাটি ঘটে। দেশটির ওড়িশা রাজ্যে তিনটি ট্রেনের সংঘর্ষে সে সময় ২৮৮ জন প্রাণ হারায়। 

সূত্র : ডয়চে ভেলে।