রাজনীতি

‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর দিন ফুরিয়ে আসছে’: ট্রাম্প

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ৩ নভেম্বর ২০২৫;  আপডেট: ২১:৫৫, ৩ নভেম্বর ২০২৫

‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর দিন ফুরিয়ে আসছে’: ট্রাম্প

চলতি বছরের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে অভিযান চালাচ্ছে মার্কিন সেনাবাহিনীর একটি দল। ছবি : সিএনএন।

ভেনেজুয়েলা নিয়ে সম্প্রতি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে কোনো প্রকার মার্কিন সেনা হামলা বা যুদ্ধের বিষয়টি নাকচ করে দিলেও দক্ষিণ আফ্রিকার এ দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার মেয়াদ শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন তিনি। 

প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় এ মন্তব্য করলেন যখন ক্যারিবীয় সাগরে নতুন করে ঘাঁটি স্থাপন করেছে মার্কিন সেনাবাহিনীর একটি দল। এরইমধ্যে অভিযুক্ত কয়েকটি মাদক চোরাচালানকারি নৌযানে হামলাও চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। তবে, দেশটির এ কর্মকাণ্ড একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জান্তিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে এর কঠোর সমালোচনা করেছে জাতিসংঘসহ অনেক বিশেষজ্ঞ। 

গত রবিবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে, ‌'প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে আসছে।' 

এ সময়, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কিনা - এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় না আমরা এমন কিছু করবো।’ 

তবে, প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর সময় শেষ হয়ে আসছে কিনা, এ প্রশ্নে তিনি উত্তর দেন, ‘হ্যাঁ, আমি তাই বিশ্বাস করি।’ 

যুক্তরাষ্ট্র তার ‘মাদক-সন্ত্রাস’ বিরোধী যুদ্ধের অংশ হিসেবে খুব শিগগিরই ভেনেজুয়েলার অভ্যন্তরণে অবস্থিত বিভিন্ন সেনা ঘাঁটিতে হামলা করতে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। 

এ বিষয়ে প্রশ্ন করা হলে দেশটির অভ্যন্তরণে সম্ভাব্য হামলার বিষয়টি নাকচ করে দেন ট্রাম্প। তবে, তিনি এটি পুরোপুরি বাতিল না করে বলেন, ‘আমি এটা বলছি না যে আমরা এটা করবো। তবে, ভেনেজুয়েলা বিষয়ে আমাদের সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপ কি, সেটিও আমি এখন জানাতে চাই না।’ 

সম্প্রতি, মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদুরোর বিরুদ্ধে সমন জারি করেছে যুক্তরাষ্ট্র। তবে, মাদক চোরাচালানকে কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে তাকে উৎখাত করে ভেনেজুয়েলায় তাদের পছন্দের সরকার বসাতে চায় বলে পাল্টা অভিযোগ করেন মাদুরো। মূলত, দেশটির তেলের খনি নিজেদের আয়ত্ত্বে নেওয়াই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য বলে জানান তিনি। 

এ অবস্থায় বেশ কয়েক সপ্তাহে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। মাদক চোরাচাকারবারিদের লক্ষ্য করে চালানো এ হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে। 

তবে, গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের এ অভিযানের ব্যাপক সমালোচনা করছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার। এমনকি তা অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে হলেও একে ‘আইন বহির্ভূত হত্যাকাণ্ড’ বলে সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ফলকার টুর্ক। 

উল্লেখ্য, দেশের জন্য হুমকি, এমন চোরাকারবারিদের লক্ষ্য করেই এ অভিযান পরিচালিত হচ্ছে, এ সংক্রান্ত কোনো তথ্য-প্রমাণ এখনও জনসমক্ষে প্রকাশ করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। 

সূত্র : আল-জাজিরা।