রাজনীতি

উত্তর কোরিয়ার নারীদের আরও সন্তান নিতে বললেন কিম জং উন

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২২:৩৪, ৪ ডিসেম্বর ২০২৩;  আপডেট: ০১:০১, ৬ ডিসেম্বর ২০২৩

উত্তর কোরিয়ার নারীদের আরও সন্তান নিতে বললেন কিম জং উন

উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক ও বিপ্লবী আদর্শে সন্তানদের বড় করতে মায়েদের প্রতি আহ্বান জানান কিম জং উন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের নারীদের আরও সন্তান নেওয়ার বিষয়ে উৎসাহ দিয়েছেন। মায়েদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। আজ সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য নিশ্চিত করে।

আয়োজিত ওই বৈঠকে কিম জং উন বলেন, ‘জন্মহার কমে যাওয়া ঠেকাতে এবং শিশুদের সর্বোচ্চ সেবা ও শিক্ষা নিশ্চিন্ত করার মতো পারিবারিক বিষয়গুলোর সমাধান আমাদের দেশের মায়েদের নিয়ে করা সম্ভব।’

তার বক্তব্যে এ নেতা তার দেশের মায়েদের জাতীয়তাবাদ বাড়াতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন আমার দল ও রাষ্ট্র নিয়ে কঠিন সময় পার করি তখন আমিও মায়েদের কথা ভাবি।’

উল্লেখ্য, গত কয়েক দশক থেকে দক্ষিণ কোরিয়ায় জন্মহার ক্রমান্বয়ে কমছে। ২০২৩ সালে দেশটিতে নারী প্রতি শিশু জন্মদান হার ১ দশমিক ৮ শতাংশ বলে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড সূত্রে জানা যায়।

এটি উন্নত দেশগুলোর নির্ধারিত হারের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম। মূলত ১৯৯০ সালের দুর্ভিক্ষের পর থেকেই দেশটিতে জন্মহার কমছে বলে ধারণা করা হয়।

এদিকে পশ্চিমা অবরোধের কারণে অর্থনীতি সচল রাখতে উত্তর কোরিয়া শ্রমিকদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এ অবস্থায় জন্মহার ক্রমান্বয়ে কমতে থাকার বিষয়টি দেশটির জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ বলে ধারণা করা হয়। তাছাড়া ভবিষ্যতে দেশটি আবারও দুর্ভিক্ষের মতো অবস্থায় পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সূত্র : ডয়চে ভেলে