রাজনীতি

যুদ্ধের প্রস্তুতি জোরদার করতে বললেন কিম জং উন

বাসস

প্রকাশিত: ১৫:৩১, ২৮ ডিসেম্বর ২০২৩;  আপডেট: ১৭:২২, ২৮ ডিসেম্বর ২০২৩

যুদ্ধের প্রস্তুতি জোরদার করতে বললেন কিম জং উন

পরমাণু কর্মসূচিসহ যুদ্ধের প্রস্তুতি ‘বেগবান’ করার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

পরমাণু কর্মসূচিসহ যুদ্ধের প্রস্তুতি ‘বেগবান’ করার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ কথা জানিয়েছে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ‘উস্কানি দিলে’ পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে সতর্ক করার মাত্র এক সপ্তাহ পর এমন মন্তব্য করলেন কিম জং উন।

এ বছরের একেবারে শেষ নাগাদ দলের চলমান বৈঠকে কিম এ কথা বলেন। চলতি বৈঠকে তিনি ২০২৪ সালের জন্য নীতিগতভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে।

কেসিএনএ জানায়, পারমাণবিক অস্ত্র ও বেসামরিক প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে কিম তার দলকে যুদ্ধের প্রস্তুতি আরো জোরদার করতে বলেছেন।

তিনি আরো বলেন, ওয়াশিংটনের সাথে ‘নজিরবিহীন’ উত্তর কোরিয়া বিরোধী সংঘাতের কারণে কোরীয় উপদ্বীপে সামরিক পরিস্থিতি চরম হয়ে উঠছে।

এ সপ্তাহের শুরুতে কিম ২০২৩ সালকে ‘বড় ধরনের ঘুরে দাঁড়ানোর ও বড় পরিবর্তনের বছর’ হিসেবে আখ্যায়িত করেন।