রাজনীতি

মার্কিন মালিকানাধীন কার্গো জাহাজে হুতির হামলা : যুক্তরাষ্ট্র

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ১৬ জানুয়ারি ২০২৪

মার্কিন মালিকানাধীন কার্গো জাহাজে হুতির হামলা : যুক্তরাষ্ট্র

লোহিত সাগর দিয়ে চলাচল করা বিভিন্ন কার্গো জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ও পরিচালিত একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। গতকাল সোমবার তারা এই জাহাজে ব্যালিস্টিক মিসাইলের হামলা চালায়। এক বিবৃবিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

মার্শাল দ্বীপের পতাকাবাহী এমভি জিব্রাল্টার ঈগল নামের এ কার্গো জাহাজটি যুক্তরাষ্ট্রভিত্তিক ঈগল বাল্কের মালিকানাধীন ও পরিচালিত একটি জাহাজ। হামলায় জাহাজটির সামান্য কিছু ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায় নি বলে জানা গেছে। একইসঙ্গে এটি এর যাত্রাও অব্যাহত রেখেছে বলে জানা যায়।

এদিকে জাহাজটি স্টিলের পণ্য পরিবহনের সময় অ্যাডেন উপসাগর থেকে প্রায় ১০০ মাইল দূরে থাকাবস্থায় এ হামলা চালানো হয়। সোমবার ঈগল বাল্ক শিপিং থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘হামলার পর সামান্য কিছু ক্ষতি হলেও জাহাজটি চলাচলের উপযোগী আছে এবং এর যাত্রা অব্যাহত রেখেছে। তাছাড়া জাহাজে অবস্থান করা কর্মীদের মধ্যে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

তবে ঘটনার পর পরই যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত সংস্থাকে (ইউকে মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা ইউকেএমটিও) বিষয়টি সম্পর্কে জানানো হয়। বর্তমানে হামলার শিকার হওয়া জাহাজটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে ঈগল বাল্ক শিপিং সূত্রে জানা গেছে।

এ বিষয়ে তারা বলে, ‘জাহাজটিকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে ইউকেএমটিকে তাৎক্ষনিকভাবে জানাতে বলা হয়েছে।’

তবে হুতির পক্ষ থেকে এখনও পর্যন্ত এ হামলার দায় স্বীকার করা হয় নি বলে জানা গেছে।

এদিকে এ হামলার আগে গতকাল আরেকবার হুতি বিদ্রোহীরা জাহাজে মিসাইল ছোঁড়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয় বলে মার্কিন প্রতিরক্ষা দফতর থেকে জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে ২৮টি বিমান হামলা চালায়। লোহিত সাগরে চলাচল করা বিভিন্ন কার্গো জাহাজে হুতি বিদ্রোহীদের হামলার পাল্টা জবাব হিসেবে তারা এ আক্রমণ করে। পশ্চিমা এ হামলায় সমর্থন জানায় কানাডা, অস্ট্রেলিয়া, বাহরাইন ও নেদারল্যান্ডস।

পরবর্তীতে শুক্রবার রাতেও আবার হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে ওই হামলা ছিলো ছোট পরিসরে এবং তখন শুধু হুতিদের ব্যবহৃত রাডার লক্ষ্য করে হামলা চালানো হয় বলে মার্কিন এক কর্মকর্তা জানান।

তবে পশ্চিমা এসব হামলা সত্ত্বেও তারা লোহিত সাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজে তাদের আগ্রাসন অব্যাহত রাখবে বলে শুক্রবার হুতি বিদ্রোহী দলের সেনা শাখার মুখপাত্র ইয়াহইয়া সারি হুমকী দেন।

সূত্র : সিএনএন।