স্বদেশ

ব্রিকসকে হতে হবে বহুমুখী বিশ্বের বাতিঘর : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৮, ২৪ আগস্ট ২০২৩;  আপডেট: ২২:৪৪, ২৪ আগস্ট ২০২৩

ব্রিকসকে হতে হবে বহুমুখী বিশ্বের বাতিঘর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে অংশ নিয়েছেন।

ব্রিকসকে বহুমুখী বিশ্বের বাতিঘর হিসাবে আবির্ভূত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে প্রতিক্রিয়ার সময় এ সংগঠন অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দক্ষিণ আফ্রিকায় চলমান ব্রিকস সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন ।

দেশটির জোহানেসবার্গে চলমান ব্রিকস সম্মেলনের অংশ হিসেবে আজ স্যান্ডটন কনভেনশন সেন্টারে একটি সমাবেশের আয়োজন করা হয়। ৭০টি দেশের প্রতিনিধিদের নিয়ে ফ্রেন্ডস অব ব্রিকস লিডারস ডায়ালগ (ব্রিকস-আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়ালগ ) নামের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এখানে ‘নিউ  ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস’-  এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ভাষণে তিনি বলেন, ‘আমাদের এই বহুমুখী বিশ্বে ব্রিকসকে একটি বাতিঘর হিসাবে প্রয়োজন। আমরা আশা করি- আমাদের প্রতি প্রতিক্রিয়ার সময় এটি একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসাবে আবির্ভূত হবে। আমাদের শিশু ও যুবকদের কাছে অবশ্যই প্রমাণ করতে হবে যে- আমাদের জাতিগুলো সংকটে পড়তে পারে, কিন্তু কখনই পরাজিত হবে না।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ওপর চাপিয়ে দেওয়া তথাকথিত পছন্দ ও বিভাজনকে ‘না’ বলা উচিত। সার্বজনীন নিয়ম ও মূল্যবোধকে অস্ত্রে পরিণত করার প্রচেষ্টাকে আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। আমাদের নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার চক্র বন্ধ করতে হবে।’

একইসঙ্গে সবাইকে সব ধরনের হুমকি, উস্কানি ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আমি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা থেকে পিছিয়ে এসে বিশ্বব্যাপী জনগণের প্রয়োজনীয় পণ্যগুলোর প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশ্বজুড়ে শান্তি, ন্যায়বিচার ও স্থিতিশীলতার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে।’

এ সময় নিজস্ব মুদ্রা ব্যবহারের সুযোগসহ নিয়ম-ভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সংরক্ষণ করার কথাও উল্লেখ করেন তিন।

উল্লেখ্য, ব্রিকস চেয়ারম্যান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ আগস্ট জোহানেসবার্গে  পৌঁছেছেন।

বর্তমানে তিনি সেখানে ব্রিকসের বিভিন্ন সম্মেলনে যোগ দেওয়াসহ ব্যক্তিগতভাবেও বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে কুশল বিনিময়, বৈঠক ও আলোচনা করে যাচ্ছেন।

সূত্র : বাসস।