স্বদেশ

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনা

জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকায় ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ‌দল

স্বদেশ ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ২৪ জুলাই ২০২৫;  আপডেট: ০০:১৯, ২৪ জুলাই ২০২৫

জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকায় ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ‌দল

উত্তরার ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার আগ্রহ জানিয়ে গত মঙ্গলবার বাংলাদেশকে চিঠি দিয়েছিল ভারত

ঢাকায় এসেছে ভারতের চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক ‌দল। গতকাল বুধবার সন্ধ্যায় দলটি ঢাকায় আসে । গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় এসেছেন তাঁরা। 

চার সদস্যের এ ভারতীয় চিকিৎসা দলের মধ্যে দুজন চিকিৎসক দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ আর অন্য দুজন নার্স বলে দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে । আজ বৃহস্পতিবার তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যাবেন।

ঢাকায় আসা ভারতীয় চিকিৎসকেরা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ বার্ন ও প্লাস্টিক সার্জন। দুটি হাসপাতালই ভারতের অন্যতম প্রথিতযশা সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত। 

তাঁরা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে  আরও চিকিৎসা ও বিশেষায়িত সেবার জন্য ভারতে সুপারিশ করতে পারেন বলে জানা যায়। তাঁদের প্রাথমিক মূল্যায়ন ও চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও বাংলাদেশে পৌঁছাতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, উত্তরার ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার আগ্রহ জানিয়ে গত মঙ্গলবার বাংলাদেশকে চিঠি দিয়েছিল ভারত। একইসঙ্গে, এ মুহূর্তে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন, তা দ্রুত জানাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল দেশটি।

এ ক্ষেত্রে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  জানায়। 

সূত্র : প্রথম আলো।