স্বদেশ

করোনা সংক্রমণ বাড়ছে, সবাইকে মাস্ক পরতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বদেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ১৫ জুন ২০২২;  আপডেট: ০১:২৯, ২৯ অক্টোবর ২০২২

করোনা সংক্রমণ বাড়ছে, সবাইকে মাস্ক পরতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি : বাসস।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, 'করোনা সংক্রমণের কথা ভুললে চলবে না। আবারো সংক্রমণ বাড়ছে। কাজেই আগে থেকে আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক হতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে সবাইকে মাস্ক পরতে হবে।'

আজ বুধবার বিকেলে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

এ ক্যাম্পেইন ১৫ থেকে ১৯ জুন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে জানিয়ে জাহিদ মালেক বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে নিকটস্থ ইপিআই ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াতে হবে।'

সূত্র : বাসস।