রাজনীতি

সোমালিয়ায় জঙ্গি হামলায় শিশুসহ নিহত ২০

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ০০:০১, ৫ সেপ্টেম্বর ২০২২;  আপডেট: ০১:১১, ২৯ অক্টোবর ২০২২

সোমালিয়ায় জঙ্গি হামলায় শিশুসহ নিহত ২০

সোমালিয়ায় সরকার উৎখাত করতে তৎপর রয়েছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব।

সোমালিয়ায় এক জঙ্গি হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। দেশটির হিরান এলাকায় গত শুক্রবার ত্রাণবাহী গাড়ি লক্ষ করে এ হামলা চালানো হয়। জঙ্গিবাদী গোষ্ঠী আল-শাবাব এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

হিরান অঞ্চলের গভর্নর আলী জাইতি ওসমান বলেন, 'গাড়িতে লোকজন থাকা অবস্থাতেই তারা (আল-শাবাব) এতে বোমার বিস্ফোরণ ঘটায়।' নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হতে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন তিনি।

আল-কায়েদা সমর্থিত ইসলামী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে। দলটি দাবি করেছে, যাদের ওপর ওই হামলা চালানো হয়েছে তারা সরকার সমর্থিত যোদ্ধা।

সোমালিয়ায় জঙ্গি তৎপরতা দমনে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ। জঙ্গি গোষ্ঠী আল-শাবাব সোমালিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। দেশটির সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোরও কিছু অংশ তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। দুই সপ্তাহ আগেই এ জঙ্গি গোষ্ঠী সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে হামলা চালিয়ে ২০ জনের বেশি ব্যক্তিকে হত্যা করে।

সূত্র : বিবিসি।