রাজনীতি

অনির্দিষ্টকালের জন্য ‘শস্য চুক্তি’ বাতিল রাশিয়ার

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২৩:২৩, ২৯ অক্টোবর ২০২২;  আপডেট: ১১:১৫, ৩১ অক্টোবর ২০২২

অনির্দিষ্টকালের জন্য ‘শস্য চুক্তি’ বাতিল রাশিয়ার

খাদ্যশস্যের জাহাজ পাঠানোর বিষয়টি এখন আর নিরাপদ মনে করছে না রাশিয়া।

ইউক্রেনের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য শস্য চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। জাতিসংঘের মধ্যস্থতায় দেশ দুটির মধ্যে এ চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিলো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, ‘ইউক্রেনের এ সেনা হামলা সম্পূর্ণভাবে একটি সন্ত্রাসী কর্মকান্ড। অন্যান্য আরও বিষয়ের সঙ্গে ব্রিটিশ বিশেষজ্ঞদের মদদে রাশিয়ার বিরুদ্ধে পরিচালিত এ হামলা সম্পূর্ণভাবেই  দেশটির মানবিক সহায়তার জন্য বিশেষায়িত জাহাজের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে একটি বড় হুমকী, বিধায় রাশিয়ার পক্ষ থেকে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে খাদ্যশস্যের কার্গো পাঠানোর বিষয়টির ক্ষেত্রে এখন আর নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এ সংক্রান্ত সব চুক্তি বাতিল করা হলো।’

তবে রাশিয়া চ‍ূড়ান্ত পর্যায়ের মিথ্যা অভিযোগ করছে উল্লেখ করে ইউক্রেন ও ইংল্যান্ড উভয় দেশেই এ অভিযোগ নাকচ করে দিয়েছে।

এদিকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে তুরস্কের ইস্তাবুলে অবস্থিত ইউক্রেনের শস্য রফতানি বিষয়ক দফতরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও এ বিবৃতিতে জানানো হয়।

উল্লেখ্য, শনিবার ক্রিমিয়ার সেভাস্তোপোলে সংঘটিত হামলার কারণেই রাশিয়া এ চুক্তি বাতিল করেছে বলে দাবি করলেও মূলত গত কয়েক সপ্তাহ থেকেই ক্রমাগত চুক্তিটি বাতিলের হুমকী দিয়ে আসছিলো মস্কো। এদিকে, আগামী মাসেই এ চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে বলে জানা গিয়েছে।

সূত্র: বিবিসি।