রাজনীতি

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে ‘না’, বিকল্প প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ২৭ জানুয়ারি ২০২২;  আপডেট: ০২:৩২, ২৯ অক্টোবর ২০২২

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে ‘না’, বিকল্প প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মিসাইলসহ শক্তিশালী আরও যুদ্ধাস্ত্র সরবরাহ করছে।

ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না করতে রাশিয়ার দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ অবস্থান থেকে সরে এসে রাশিয়াকে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে।

ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। এ অবস্থায় পশ্চিমসহ বিশ্বের অনেক দেশই ইউক্রেনে হামরা হতে পারে বলে আশঙ্কা জানিয়ে আসছে। দেশটিতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে রাশিয়া একাধিকবার দাবি করলেও এখন পর্যন্ত সেনা প্রত্যাহার করা হয়নি। চলমান সঙ্কট সমাধানে উদ্যোগ নেওয়ার শর্ত হিসেবে ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করার দাবি জানিয়ে ওই দাবিতেই অনড় রয়েছে মস্কো।

আজ বৃহস্পতিবার প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেন সঙ্কট সমাধানে রাশিয়ার পক্ষ থেকে এমন দাবি আসার পর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করে বিকল্প প্রস্তাব দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, 'ইউক্রেনের সার্বভৌমত্ব ও ন্যাটোর মতো সামরিক জোটের অংশ হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে পর্যাপ্ত সামরিক সহায়তা দেওয়া হয়েছে। রাশিয়া আগ্রাসন চালালে এর জন্য আমরা প্রস্তুত আছি।'

অ্যান্টনি ব্লিঙ্কেন আরও বলেছেন, 'কূটনৈতিক পথেই সমস্যা সমাধানের সুযোগ রয়েছে, অবশ্য যদি রাশিয়া সেটি চায়। পরিস্থিতি বিবেচনা করে রাশিয়া যেভাবেই জবাব দিক, আমরা দুভাবেই প্রস্তুত।'

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো বার্তা প্রেসিডেন্ট সময় নিয়ে পর্যালোচনা করবেন। বিষয়টি নিয়ে তারা তাড়াহুড়ো করতে চান না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রতিক্রিয়া মূল্যায়ন করবেন। লাভরভ এটিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক বাহিনীর পক্ষ থেকে পাঠানো প্রস্তাবে রাশিয়ার 'মূল দাবিগুলো' উপেক্ষিত হয়েছে। তবে এ ব্যাপারে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে।

সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ এবং এই জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি স্থায়ীভাবে বাতিল করাসহ নানা দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রকে একটি তালিকা লিখিতভাবে পাঠিয়েছিল রাশিয়া। এর জবাবে যুক্তরাষ্ট্র এসব দাবি মানতে অস্বীকৃতি জানালো। ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া সেনা প্রত্যাহারের কোনও উদ্যোগ নেয়নি। যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে মিসাইলসহ শক্তিশালী আরও যুদ্ধাস্ত্র সরবরাহ করছে। ইউক্রেনের সেনা সদস্য মার্থা য়্যুজকিভ জানিয়েছেন, তিনি যুদ্ধ চান না, তবে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত রয়েছেন। সূত্র : বিবিসি।