রাজনীতি

ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ২২ মে ২০২৪;  আপডেট: ২২:২৪, ২২ মে ২০২৪

ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত

বুধবারের জানাজায় অংশ নিতে তেহরানের রাস্তায় জড়ো হয় হাজার হাজার মানুষ।

ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানী তেহরানের তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ইরানের প্রায়ত পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুলাহিয়ানসহ আরও ছয়জনের জানাজাও অনুষ্ঠিত হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামিনি এ জানাজায় নেতৃত্ব দেন। এ সময় তাদের কফিন ইরানের জাতীয় পতাকা দিয়ে আবৃত ছিলো।

জানাজার সময় করা মুনাজাতে খামেনি প্রয়াত প্রেসিডেন্টকে স্মরণ করে বলেন, ‘আল্লাহ, আমরা তার মধ্যে কখনো ভালো ছাড়া কোনো খারাপ দেখিনি।’ এ সময় ইরানের বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকাব্বরকে পাশে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়।

জানাজা শেষে রাইসির মরদেহ তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে শহরের আজাদি চত্ত্বরে নিয়ে যাওয়া হয়। এ স্থানে রাইসি নানা সময় জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এ সময় ইরানের ক্ষমতাসীন রেভ্যুলেশনারী গার্ডের উচ্চপদস্থ নেতাসহ হামাসের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকেও জানাজায় অংশ নিতে দেখা যায়।

এছাড়া, লাখ লাখ সাধারণ ইরানিও রাইসির জানাজায় অংশ নিতে তেহরানের রাস্তায় জড়ো হয়। এ সময় তাদের প্রয়াত প্রেসিডেন্টের ছবিসংবলিত পোস্টার বা ইরানের জাতীয় পতাকা হাতে দেখা যায়। অনেককে রাইসির পক্ষে স্লোগান দিতেও শোনা যায়।

এর আগে গত মঙ্গলবার ইরানের তাবরিজ শহরে নিহতদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও হাজার হাজার মানুষ তাদের জানাজায় যোগ দেয়। আজকের জানাজা শেষে রাইসির মরদেহ দক্ষিণ খোরাসান প্রদেশে নেওয়া হবে।

পরবর্তীতে জন্মস্থান মাসহহাদে নেওয়া হবে তার মরদেহ। সেখানে শেষ জানাজার পর আগামীকাল বৃহস্পতিবার নিজ জন্মস্থানে দাফন সম্পন্ন হবে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির।

উল্লেখ্য, গত রবিবার ইরানের আজারবাইজান সীমান্তের কাছে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে তারা দু’জনসহ হেলিকপ্টারটিতে থাকা বাকি সবাই নিহত হয়। এ দুর্ঘটনার পর পরবর্তী পাঁচ দিনের জন্য দেশটিতে জাতীয় শোক পালনের ঘোষণা দেয় ইরান।

সূত্র : বিবিসি।