চীনে ভারী বৃষ্টিতে কমপক্ষে ৩০ জন নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১:৪৪, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ২৩:৪৭, ২৯ জুলাই ২০২৫

মিওয়ান জেলায় পানিবন্দী বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা।
চীনে টানা ভারী বৃষ্টিতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। দেশটির উত্তরের উপকণ্ঠে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হতাহতের এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম জানায়।
রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম সিনহুয়া এক বিবৃতিতে জানায়, ‘সোমবার মধ্যরাত থেকে নতুন করে আবার ঝড়োবৃষ্টি শুরু হয়েছে। এতে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে।’
এদের মধ্যে ২৮ জন পাহাড়ি জেলা মিওয়ানের এবং বাকি দু’জন ইয়ানকুইয়েঙ্গের বলে জানা যায়। এ উভয় জেলাই দেশটির উপকণ্ঠে অবস্থিত।
এদিকে, দুর্যোগপূর্ণ এ আবহাওয়ার কারণে চীনের রাজধানী বেইজিংয় থেকে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম সিসিটিভি সূত্রে এসব তথ্য জানা যায়।
তবে, মূলত সপ্তাহজুড়েই দেশটির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হেবেই, জিলিং এবং শানডং প্রদেশে।
এছাড়া, বেইজিংয়ের উত্তরের হুআইরু এবং দক্ষিণপশ্চিমের ফাঙ্গশান জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় সোমবার বেইজিংয়ে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাস্তাঘাট এবং যোগাযোগের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে প্রায় ১৩০টি গ্রাম বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
আজ মঙ্গলবার সকালে হেবেই প্রদেশে ভূমিধসে চারজন নিহত হয়। আরও ৮ জন বর্তমানে নিখোঁজ রয়েছে বলে সিসিটিভি জানায়।
এ অবস্থায় নিখোঁজদের উদ্ধারে ও হতাহতের পরিমাণ কমাতে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
সূত্র : ডয়চে ভেলে।