তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প : নিহত ১
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১:৪৪, ১১ আগস্ট ২০২৫; আপডেট: ২১:৪৭, ১১ আগস্ট ২০২৫

ভূমিকম্পে প্রদেশটির ১৬টি ভবন ধসে পড়েছে।
তুরস্কে ভূমিকম্পের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দেশটির পশ্চিমের বালিকেসির প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত করে। শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে ডজনের বেশি ভবন ধসে পড়ে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিলো প্রদেশটির সিনডিরগি শহর। শক্তিশালী এ ভূমিকম্পটির কম্পন প্রদেশটি থেকে ২০০ কিলোমিটার দূরে ইস্তাবুল শহরেও অনুভূত হয়।
এদিকে, ধ্বংসস্তূপের ভেতর থেকে ৮১ বছর বয়স্ক এক ব্যক্তির মরদেহ বের করা হয়েছে বলে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান। ভূমিকম্পে প্রদেশটির ১৬টি ভবন ধসে পড়েছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
তবে, বর্তমানে আর কোনো ক্ষয়ক্ষতি বা মরদেহ পাওয়ার আশঙ্কা নেই বলে অনুসন্ধান ও উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে বলে মন্ত্রী জানান।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সামাজিক যোগযোগমাধ্যম এক্সে তিনি লিখেন, ‘সৃষ্টিকর্তা আমাদের দেশকে সব ধরনের বিপর্যয় থেকে রক্ষা করুন।’
উল্লেখ্য, বড় ধরনের ফল্ট লাইনে অবস্থিত হওয়ায় তুরস্কে প্রায়ই এ ধরনের ভূমিকম্প হয়ে থাকে।
সূত্র : ডয়চে ভেলে।