যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা : দুই শিশু নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩:৫৫, ২৭ আগস্ট ২০২৫; আপডেট: ০১:২৭, ২৮ আগস্ট ২০২৫

মিনিয়াপোলিস ক্যাথলিক স্কুলে প্রাত্যহিক সমাবেশ চলাকালে হামলার এ ঘটনা ঘটে। ছবি : ডয়চে ভেলে।
যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার শহরটির অ্যানানসিয়েসন ক্যাথলিক স্কুলে প্রাত্যহিক সমাবেশ চলাকালে হামলার এ ঘটনা ঘটে। এতে দুই শিশু নিহত ও আরও ১৭ জন আহত হয়েছে। হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে মিনিয়াপোলিস পুলিশের প্রধান ব্রায়ান ও'হারা গণমাধ্যমকে জানান।
তিনি আরও বলেন, ‘নিহতদের মধ্যে একজনের বয়স ৮ ও আরেকজনের ১০ বছর। আহত ১৭ জনের মধ্যে ১৪ জনই শিশু। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।’
এদিকে, হামলকারীর নাম রবিন ওয়েস্টম্যান (২৩) এবং সে মিনিয়াপোলিসের একটি শহরতলীর বাসিন্দা বলে জানা গেছে। হামলার সময় তার কাছে রাইফেল, শটগান ও পিস্ত ছিলো। স্কুলের সমাবেশ চলাকালে হামলাকারী গির্জার জানালা দিয়ে গুলি করে। পরে সে তার কাছে থাকা একটি বন্দুক দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে তথ্য জানাতে সংবাদ সম্মেলনে এসে শহরের মেয়র জ্যাকব ফ্রে এক আবেগীয় মুহূর্তে বলেন, 'আপনারা বলবেন না যে, যারা আহত ও নিহত হয়েছে তাদের আমরা স্মরণ করছি ও তাদের জন্য প্রার্থনা করছি। মর্মান্তিক এ ঘটনার সময় বাচ্চারা প্রকৃতপক্ষেই বাঁচার জন্য প্রার্থনা করছিলো।'
ঘটনার পর পরই মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ স্কুলটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং যে কোনো নতুন তথ্য জানার সঙ্গে সঙ্গেই তিনি গণমাধ্যমকে অবহিত করবেন বলে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করি, যাদের স্কুল শুরুর প্রথম সপ্তাহেই মর্মান্তিক এ সহিংসতার শিকার হতে হলো।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মিনিয়াপোলিসের মর্মান্তিক এ বন্দুক হামলার ঘটনা’ সম্পর্কে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগযোগমাধ্যমে এ বিষয়ে তিনি বলেন, ‘এফবিআই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়েছে এবং দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে। হোয়াইট হাউস থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা নিহত ও আহত হয়েছে তাদের জন্য আপনারও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন।’
নিহতদের স্মরণে আগামী রবিবার দিনব্যাপী হোয়াইট হাউসসহ দেশটির সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
উল্লেখ্য, অ্যানানসিয়েসন ক্যাথলিক স্কুলটিতে গ্রীষ্মের ছুটি শেষে ক্লাস শুরুর মাত্র দু’দিনের মধ্যে বন্দুক হামলার এ ঘটনা ঘটলো। এটি একটি প্রাথমিক বেসরকারি স্কুল, যার বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৯৫। মিনিসোটা অঙ্গরাজ্যের হেনেপিন কাউন্টির সবচেয়ে বড় শহর মিনিয়াপোলিসের একটি ক্যাথলিক চার্চের অধীনে স্কুলটি পরিচালিত হয়।
সূত্র : ডয়চে ভেলে, সিএনএন, বিবিসি।