আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প
আন্তর্জাতিক সহায়তার আবেদন তালেবান সরকারের
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২:৩৯, ২ সেপ্টেম্বর ২০২৫; আপডেট: ২২:৪৪, ২ সেপ্টেম্বর ২০২৫

ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধারকর্মীদের তৎপরতা।
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটির তালেবান সরকার। দেশটিতে গত রবিবার ৬ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪১১ জন নিহত ও আরও প্রায় ৩ হাজার ১২৪ জন আহত হয়েছে। শক্তিশালী এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ৪০০ এরও বেশি ঘরবাড়ি।
এদিকে, ভূমিকম্পের পর রাজধানী কাবুলে শক্তিশালী আফটার শক অনুভূত হয়েছে। কিন্তু, এতে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে, ভারী বৃষ্টিপাত, ভূমিধস ও ভূমিকম্পে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকর্মীদের দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবার এ তথ্য জানান।
এদিকে, আজ বিকালে দেশটির নানগারহার প্রদেশের জালালাবাদে আবারও ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংক্রান্ত প্রতিষ্ঠান (ইউএসজিএস) এ তথ্য জানায়। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির গভীরতা ছিলো প্রায় ১০ কিলোমিটার।
গত রবিবারের ভূমিকম্পটিও জালালাবাদে আঘাত করে। প্রায় মাঝরাতে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিলো ৮ কিলোমিটার। পাকিস্তানের সীমান্তবর্তী পাহাড়ি ওই এলাকায় প্রায় ২ লাখ লোকের বসবাস। মূল ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে আরও ৫টি আফটার শক অনুভূত হয়।
প্বার্শবর্তী পাকিস্তানের বেশ কয়েকটি শহরেও এ ভূমিকম্প অনুভূত হয় বলে দেশটির আবহাওয়া দফতর এক বিবৃতিতে জানায়।
এদিকে, আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইউসুফ হামিদ। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে এখনও আহতদের বের করে আনা হচ্ছে। তাই হতাহতের সংখ্যা খুব দ্রুতই পরিবর্তিত হতে পারে।’
তবে, তালেবান সরকার ক্ষমতায় আসার পর মার্কিন যুক্তরাষ্ট্রসহ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি দেশটিতে ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয়। এ অবস্থায় ক্ষয়ক্ষতি সামাল দিতে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে দেশটির সরকার।
এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে স্বাস্থ্যমন্ত্রী শারাফাত জামান বলেন, ‘আমাদের দেশে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। তাই আমাদের এখন সাহায্য প্রয়োজন।’
দেশটির আবেদনে সাড়া দিয়ে এ পর্যন্ত সহায়তা দিয়েছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে খাবার, ওষুধ এবং তাবুসহ উদ্ধার দল পাঠিয়ে সাহায্য করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা ডব্লিউএএম গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
এছাড়া, ভূমিকম্প দুর্গত অঞ্চলের জন্য আজ ১৩ লাখ ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘ ও রেডক্রসের মাধ্যমে এ অর্থ দেওয়া হবে বলে জানানো হয়।
একইসঙ্গে, তাবু, বস্ত্র, ওষুধ সামগ্রীসহ আরও প্রায় ১১ লাখ ৬০ হাজার ডলার নগদ অর্থ সাহায্য দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নেতারা। ইউরোপীয় কমিশন সূত্রে আজ এ তথ্য জানা গেছে।
অন্যদিকে, চীন সহায়তা পাঠাতে প্রস্তুত বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়। তবে, এরইমধ্যে ১ হাজারটি তাবু ও ১৫ মেট্রিক টন খাদ্য সহায়তা পাঠিয়েছে ভারত। ত্রাণের পরিমাণ আরও বাড়বে বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক কার্যালয় থেকে আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তা প্রকাশ করা হয়েছে। তবে, দেশটি থেকে এখনও কোনো প্রকার ত্রাণ সহায়তার ঘোষণা আসেনি।
সূত্র : সিএনএন।