প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে মহামূল্যবান অলংকার চুরি
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩:০৩, ১৯ অক্টোবর ২০২৫; আপডেট: ২৩:১৩, ১৯ অক্টোবর ২০২৫

জাদুঘরের এ কক্ষটি থেকেই চুরি যায় মহামূল্যবান অলংকারগুলো। ছবি : ডয়চে ভেলে।
প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে মহামূল্যবান অলংকার চুরি হয়েছে। আজ রবিবার ফ্রান্সের রাজধানীতে অবস্থিত বিখ্যাত এ জাদুঘরে চুরির এ ঘটনা ঘটে।
আজ সকালে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার পর পরই চুরির এ ঘটনা ঘটে বলে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে তিনি লিখেন, ‘আজ জাদুঘর খোলার পর পরই সকাল প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া অলংকারের মধ্যে একটি জাদুঘরের বাইরে পাওয়া গেছে।’
উদ্ধার করা অলংকারটি তৃতীয় নেপোলিয়নের স্ত্রীর একটি মুকুট বলে স্থানীয় সংবাদপত্র সূত্রে জানা গেছে। স্বর্ণের কারুকাজময় এ মুকুটটি ১ হাজার ৩৫৪টি হীরা এবং ৫৬টি পান্না দিয়ে সুসজ্জিত।
তবে, ফেলে যাওয়ার কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদপত্রটিতে উল্লেখ করা হয়। এ অবস্থায় আগামীকাল জাদুঘর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে, একে বড় ধরনের ডাকাতির ঘটনা বলে উল্লেখ করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লোরাহ নুনি। এ সময় ডাকাতেরা মোটরচালিত করাত দিয়ে নির্ধারিত কক্ষের জানালা কেটে একটি ঝুড়ির সাহায্যে গয়নাগুলো চুরি করে এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এ কাজে তাদের মাত্র ৭ মিনিট সময় লেগেছে এবং ৪ থেকে ৫ জনের একটি দল চুরির কাজটি সম্পন্ন করে বলে মন্ত্রী জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত কাজ শুরু হয়েছে এবং কি কি চুরি হয়েছে, এর একটি তালিকা তৈরি করা হয়েছে। এসব জিনিসের উঁচু বাজারদর ছাড়াও এগুলো ঐতিহাসিক ও ঐতিহ্যগতভাবে অমূল্য।’
এর আগে ১৯১১ সালে ল্যুভর জাদুঘরে সবচেয়ে বড় আকারের চুরির ঘটনাটি ঘটে। সে সময় জাদুঘরটির এক সাবেক কর্মী বিশ্বখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ চুরি করে। এটি উদ্ধারে কর্তৃপক্ষের দুই বছর সময় লেগে যায়।
উল্লেখ্য, গত বছর ল্যুভরে ৮৭ লাখ দর্শনার্থী সমাগম হয়।
সূত্র : ডয়চে ভেলে, সিএনএন।