ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি
গাজা সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েল ও হামাসের বন্দিবিনিময় সম্পন্ন
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ২২:২৫, ১৩ অক্টোবর ২০২৫; আপডেট: ২২:৩০, ১৩ অক্টোবর ২০২৫

গাজার ভবিষ্যত নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে মিসর পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েল ও ফিলিস্তিন উভয় দেশে আটক অপর দেশের জীবিত সব কারাবন্দিদের মুক্তি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশ দুটির মধ্যে সম্পন্ন যুদ্ধবিরতির শর্ত হিসেবে আজ সোমবার এসব বন্দিদের মুক্তি দেয় উভয় দেশ। একইসময় গাজার ভবিষ্যত নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে আজ মিসর পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত দুই বছর গাজায় হামাসের হাতে আটক থাকা বাকি ২০ জীবিত বন্দিদের আজ সকালে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে, মৃত আরও চার বন্দির নাম প্রকাশ করেছে হামাস। তাদের মরদেহও শিগগিরই ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।
তবে, আরও প্রায় ২৪ বন্দির বর্তমান অবস্থান সম্পর্কে তারা অবগত নয় বলে হামাসের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস সব বন্দিদের ফিরিয়ে দিতে বাধ্য বলে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়। এক্ষেত্রে, হামাসের অবশ্যই চুক্তির শর্ত অনুযায়ী উদ্যোগ নেওয়া উচিত বলে মত দেয় ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ।
এদিকে, ইসরায়েলের কারাগারে আটক থাকা ২৫০ জন আসামির সবাইকে বিনা অভিযোগে খালাস দেওয়া হয়েছে। একইসঙ্গে, আরও প্রায় ১ হাজার ৭০০ আটক ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দেশটি।
উভয় দেশের মধ্যে বন্দি বিনিময়ের পর ইসরায়েল ও ফিলিস্তিনের বিভিন্ন স্থানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ দুই বছর পর আপনজনদের কাছে পেয়ে পরিবারগুেেলাকে উচ্ছ্বসিত হতে দেখা গেছে।
এদিকে, যুদ্ধবিরতির পর এখনও যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিরে যাচ্ছে এ অঞ্চলের বাসিন্দারা। বর্তমানে তাদের মানবিক সহায়তা অত্যন্ত প্রয়োজন। এ অবস্থায় গাজাবাসীকে সহায়তা দিতে সীমাবর্তী এলাকায় ত্রাণের বহু ট্রাক অঞ্চলটিতে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
এর আগে, গতকাল রবিবার ইসরায়েল সফর করেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় দেশটির সংসদে দেওয়া ভাষণে তিনি এ যুদ্ধবিরতির প্রসঙ্গ উল্লেখ করে ‘নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক শুরুকে’ স্বাগত জানান। একইসঙ্গে, গাজার ভবিষ্যত নির্ধারণে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করতে আজ মিসরে একটি সম্মেলনে যোগ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬৭ হাজার ৮৬৯ জন নিহত ও আরও প্রায় ১ লাখ ৭০ হাজার ১০৫ জন আহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সেনানিবাসে অতর্কিতে হামলা চালিয়ে ২০০ জনকে আটক করে নিয়ে যায় হামাস। এর জেরে শুরু হওয়া এ যুদ্ধে হামাসের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ১ হাজার ১৩৯ ইসরায়েলি।
সূত্র : সিএনএন, বিবিসি, আল-জাজিরা।