খেলাধুলা

ওয়ানডেতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ১৭ জুন ২০২২;  আপডেট: ০১:২৬, ২৯ অক্টোবর ২০২২

ওয়ানডেতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড

রেকর্ড গড়া এ ম্যাচে ইংল্যান্ডের তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন।

ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড। আজ শুক্রবার আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৪৯৮ রান করে ইংল্যান্ড। ওয়ানডেতে এটিই সর্বোচ্চ দলীয় রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ছিলো আজ।

ওয়ানডেতে আগের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও ইংল্যান্ডেরই ছিলো। ২০১৮ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৪৮১ রান করেছিলো তারা।

রেকর্ড গড়া এ ম্যাচে ইংল্যান্ডের তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন। ওপেনার ফিল সল্ট ১২২, ডেভিড মালান ১২৫ এবং জশ বাটলার অপরাজিত ১৬২ রান করেন। এ নিয়ে ওয়ানডেতে তৃতীয়বারের মতো এক ইনিংসে তিনজন ব্যাটার সেঞ্চুরি হাঁকালেন। আর এক ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরি করার ঘটনাও ইংল্যান্ডের জন্যে এটিই প্রথম। এর আগে দক্ষিণ আফ্রিকা দুই বার এ কীর্তি গড়েছিলো।

সূত্র : বাসস।