অন্যান্য

থাইল্যান্ডে বন্দুক হামলায় নিহত ২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৯, ৩ অক্টোবর ২০২৩

থাইল্যান্ডে বন্দুক হামলায় নিহত ২

গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্স। ছবি : সিএনএন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকালে রাজধানীর অভিজাত এক শপিং সেন্টারে সংঘটিত এ হামলার ঘটনায় এ পর্যন্ত দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এরইমধ্যে গোলাগুলির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে।

ব্যাংককের সিয়াম প্যারাগন নামের এ শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে বলে প্রথমে এক বিবৃতিতে জানানো হয়। পরবর্তীতে এ সংখ্যা দুইজন বলে শহরটির জরুরি সেবা সংস্থা জানায়।

বন্দুকধারীর হামলায় ওই শপিংমলে আরও ৬ জন আহত হয়েছে এবং এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

সন্দেহভাজন  বন্দুকধারী ১৪ বছরের বালক বলে দেশটির প্রধান গণমাধ্যম উল্লেখ করে। তবে তার বয়স কম ও সে মানসিক সমস্যায় ভুগছে বলে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত পুলিশ প্রধান তোরসাক সুকভিমল জানান। তবে কেন সে হামলা চালিয়েছে, এ বিষয়ে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশটির প্রধানমন্ত্রী স্রেতথা থাভিসিন শপিং সেন্টারে সংঘটিত হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন । নিহতদের মধ্যে একজন চীনা পর্যটক ছিলেন, এ বিষয়ে পুলিশ তাকে তথ্য দিয়েছে বলে এ সময় সাংবাদিকদের জানান তিনি।

এ বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সিয়াম প্যারাগনে সংঘটিত এ বন্দুক হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা নিহত ও আহত সকলের পরিবারের পাশে রয়েছি।’

উল্লেখ্য, ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং সেন্টারটি স্থানীয় জনগণসহ পর্যটকদের মধ্যে অনেক জনপ্রিয় একটি শপিংমল।

সূত্র : আল-জাজিরা।