অন্যান্য

জন্মহার বাড়াতে মা-বাবাকে ৫০০ ডলার প্রস্তাব চীনের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:৫২, ১ আগস্ট ২০২৫;  আপডেট: ০২:১২, ১ আগস্ট ২০২৫

জন্মহার বাড়াতে মা-বাবাকে ৫০০ ডলার প্রস্তাব চীনের

পরিবারগুলোকে আরও সন্তান নিতে আগ্রহী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চীন দেশটির মা-বাবার জন্য ৩ হাজার ৬০০ ইউয়ান বা ৫০০ ডলার দেওয়ার প্রস্তাব করেছে। তিন বছরের কম বয়সী প্রতি সন্তানের জন্য তাদের এ অর্থ দেওয়া হবে। দেশে জন্মহার বাড়াতে প্রথমবারের মতো এ ভুর্তকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনা সরকার। গত সোমবার এ সিদ্ধান্ত জানায় দেশটি। 

সরকারের বর্তমান এ উদ্যোগের ফলে দেশটির প্রায় ২ কোটি পরিবার সন্তান লালন-পালনের ব্যয়ভার বহনে সক্ষম হবে বলে চীনের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম জানায়। এর মধ্য দিয়ে পরিবারগুলো প্রতি সন্তানের জন্য মোট ১০ হাজার ৮০০ ইউয়ান পর্যন্ত পাবে বলে জানানো হয়।

এ বছর থেকেই পর্যায়ক্রমে এ নীতি কার্যকর হবে বলে বেইজিংয়ের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম সিসিটিভি জানায়। তবে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের মা-বাবারাও এ সুবিধার আংশিক ভোগ করতে পারবেন বলে জানানো হয়।

মূলত, দেশটিতে জন্মহার বাড়াতে স্থানীয় সরকারের নেওয়া একটি উদ্যোগেরই এটি বর্ধিত রুপ বলে জানা যায়। চলতি বছরের মার্চে চীনের হোহহোট নামের একটি শহরে প্রথমবার উদ্যোগ চালু করা হয়।  

সে সময় ওই শহরের বাসিন্দাদের মধ্যে যাদের কমপক্ষে তিনটি সন্তান রয়েছে, তাদের প্রতি সন্তানের জন্য সর্বোচ্চ ১ লাখ ইউয়ান দেওয়ার প্রস্তাব করা হয়। 

অন্যদিকে, বেইজিংয়ের উত্তরপূর্বের শহর শেনইয়াং স্থানীয় পরিবারগুলোর মধ্যে যাদের তিনটি সন্তান রয়েছে এবং সবচেয়ে ছোট সন্তান তিন বছরের কম বয়সী, তাদের মাসিক ৫০০ ইউয়ান দেওয়ার প্রস্তাব দেয়।

এদিকে, দেশটির বিভিন্ন প্রদেশে পরীক্ষামূলকভাবে অনেক পরিবারকে অর্থ সাহায্যও দেওয়া হচ্ছে। মূলত, আরও সন্তান নিতে পরিবারগুলোকে আগ্রহী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

এছাড়া, প্রাক-প্রাথমিকে বিনা বেতনে পড়ার সুযোগ দিতে সম্প্রতি এ সংক্রান্ত খসড়া নীতিমালা তৈরির আহ্বান জানানো হয়েছে। গত সপ্তাহে স্থানীয় সরকারের প্রতি এ আহ্বান জানায় বেইজিং। 

বিশ্বের যে কয়টি দেশে সন্তান লালন-পালনের ব্যয় তুলনামূলকভাবে বেশি, চীন এগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে দেশটিতে ১৭ বছর বয়স পর্যন্ত একটি সন্তান লালন-পালনের খরচ গড়ে ৭৫ হাজার ৭০০ ডলার বলে এক গবেষণায় উঠে এসেছে।

তবে, ২০২৪ সালে চীনে রেকর্ড ৯ কোটি ৫৪ লাখ শিশুর জন্ম হয়। এটি এর আগের বছরের তুলনায় কিছুটা বেশি হলেও সার্বিক জনসংখ্যা ক্রমেই কমছে বলে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানায়। 

এছাড়া, বর্তমানে দেশটির ১৪০ কোটির বিশাল জনসংখ্যার একটি বড় অংশই বার্ধক্যে পৌঁছে গেছে বা পৌঁছাচ্ছে, যা দেশটিকে জনসংখ্যা নিয়ে ভাবিয়ে তুলেছে। 

উল্লেখ্য, এক যুগ আগেই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বিতর্কিত ‘এক সন্তান নীতি’ প্রথা বাতিল করে। কিন্তু, তারপরও দেশটির জন্মহার দিন দিন কমে চলেছে। 

সূত্র : বিবিসি।